মা ইলিশ ধরা বন্ধে অভিযান

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত নিষিদ্ধ থাকছে। এ নিষেধাজ্ঞা কার্যকরে কাজ করছে প্রশাসন। পদ্মা নদীর কাচিকাটা এলাকায় নৌ পুলিশ কিছু ইলিশসহ কয়েকজন জেলেকে আটক করে। এ সময় জব্দ করা হয় কারেন্ট জাল। এ ছাড়া চাঁদপুরে পদ্মা ও মেঘনায় অভিযানকালে জেলা মৎস্য কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

১ / ৮
পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকা রেখে সটকে পড়েন জেলেরা
২ / ৮
ইলিশ রাখা নৌকায় চলছে তল্লাশি
৩ / ৮
তল্লাশিতে পাওয়া যায় ইলিশসহ কারেন্ট জাল
৪ / ৮
=জব্দ করা ইলিশ ও কারেন্ট জাল নিয়ে যাচ্ছে পুলিশ
৫ / ৮
অভিযানে আটক কয়েকজন জেলে
৬ / ৮
কারেন্ট জাল জব্দ করছেন সংশ্লিষ্টরা
৭ / ৮
জব্দ করা কারেন্ট জাল
৮ / ৮
নিষেধাজ্ঞা অমান্যকারী জেলেদের আটক করে নেওয়া হচ্ছে