একঝলক (১১ এপ্রিল ২০২৪)

১ / ১০
সরকারি শিশু পরিবার (বালিকা) খুলনায় ঈদের আনন্দে মেতেছে শিশুরা। খুলনা, ১১ এপ্রিল
ছবি: উত্তম মণ্ডল
২ / ১০
ত্রিপুরা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী গরাইয়া নাচ করছেন নৃত্যশিল্পীরা। খাগড়াপুর, খাগড়াছড়ি, ১১ এপ্রিল
ছবি: জয়ন্তী দেওয়ান
৩ / ১০
এবারও ঈদের বৃহত্তম জামাত হয়েছে কিশোরগঞ্জের শোলাকিয়ায়। লাখো মুসল্লি সেখানে জমায়েত হয়ে নামাজ আদায় করেন। শোলাকিয়া, ১১ এপ্রিল
ছবি: তাফসিলুল আজিজ
৪ / ১০
গোর-এ-শহীদ ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করতে জড়ো হন লাখো মুসল্লি। দিনাজপুর, ১১ এপ্রিল
ছবি: প্রথম আলো
৫ / ১০
ঈদের দিনে আইসক্রিম বিক্রি করতে বের হয়েছেন এক বিক্রেতা। বাবুপাড়া, ঈশ্বরদী, পাবনা, ১১ এপ্রিল
ছবি: হাসান মাহমুদ
৬ / ১০
সুন্দরবনের বজবজা নদীতে ঈদের দিনও টহলে ব্যস্ত বনরক্ষীরা। বজবজা বন টহল ফাঁড়ি, কয়রা, ১১ এপ্রিল
ছবি: প্রথম আলো
৭ / ১০
মধুরছড়া আশ্রয়শিবিরে নাগরদোলায় ঈদের আনন্দে মেতেছে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শিশুরা। উখিয়া, কক্সবাজার, ১১ এপ্রিল
ছবি: প্রথম আলো
৮ / ১০
ব্যাংকের বুথের প্রহরীসহ বিভিন্ন পেশাজীবীদের ঈদের দিনও দায়িত্ব পালন করতে হয়। খুলনা, ১১ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
৯ / ১০
ঈদের নামাজ শেষে দুই শিশুকে নিয়ে সেলফি তুলছেন এক ব্যক্তি। দাউদকান্দি, কুমিল্লা, ১১ এপ্রিল
ছবি: আবদুর রহমান ঢালী
১০ / ১০
ঈদ উপলক্ষে বসেছে মেলা। সেই মেলা থেকে খেলনা কিনতে শিশুরা ভিড় করেছে। বালারঘাট, গঙ্গাচড়া, রংপুর, ১১ এপ্রিল।
ছবি: মঈনুল ইসলাম