সারা দেশে তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা

সারা দেশে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। গরমের তীব্রতায় ছোট-বড় সবার হাঁসফাঁস অবস্থা। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকে। যাঁদের ‘দিন আনি দিন খাই’ অবস্থা, তাঁদের ঘর থেকে না বেরিয়ে উপায় নেই। জীবিকার তাগিদে তীব্র রোদে কাজ করতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের। অনেকে একটু শীতল হতে নদী বা পুকুরে নেমে পড়েছেন। কেউবা পান করছেন ঠান্ডা শরবত। আবার অনেকে বাতাস করার জন্য কিনছেন হাতপাখা। দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহে অতিষ্ঠ মানুষের জীবনযাত্রা তুলে ধরা হলো ছবিতে।

১ / ৯
তপ্ত রোদ থেকে বাঁচতে পাতাসহ গাছের ডাল দিয়ে মাথা ঢেকেছেন ভ্যানের যাত্রীরা। কৈয়া, ডুমুরিয়া, খুলনা, ১৭ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
২ / ৯
তীব্র তাপপ্রবাহে একটু স্বস্তি পেতে পুকুরে শীতল জলে ভেসে বেড়াচ্ছে শিশু-কিশোরেরা। জেলাপাড়া, পাবনা, ১৭ এপ্রিল
ছবি: হাসান মাহমুদ
৩ / ৯
প্রখর রোদের তাপ থেকে বাঁচাতে শিশুকে শাড়ির আঁচল দিয়ে ঢেকে নিয়ে যাচ্ছেন এক মা। ভদ্রদিয়া, ডুমুরিয়া, খুলনা ১৭ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
৪ / ৯
তীব্র তাপপ্রবাহের কারণে ভোগান্তি পোহাচ্ছেন নিম্ন আয়ের মানুষেরা। গরমে রিকশা চালিয়ে অনেক ক্লান্ত হয়ে পড়েন রিকশাচালকেরা। তাই কাজের ফাঁকে জিরিয়ে নেন তারা। শাহবাগ, ঢাকা, ১৭ এপ্রিল
ছবি: শুভ্র কান্তি দাশ
৫ / ৯
প্রখর রোদ আর অসহনীয় গরমের মধ্যে হাওরে বোরো ধান কাটছেন কৃষকেরা। ভরদুপুরে গরমে পানি পান করে তৃষ্ণা মেটাচ্ছেন কৃষকেরা। জিলকার হাওর, সিলেট, ১৭ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
৬ / ৯
তীব্র গরমে সড়কের পাশে রিকশা থামিয়ে আখের ঠান্ডা রস খেয়ে শরীর জুড়িয়ে নিচ্ছেন এক রিকশাচালক। নিউমার্কেট, ঢাকা, ১৭ এপ্রিল
ছবি: খালেদ সরকার
৭ / ৯
প্রখর রোদ ও তাপপ্রবাহের মধ্যে কাজ করছেন এক শ্রমিক। ধান গবেষণা সড়ক, বরিশাল নগর, ১৭ এপ্রিল
ছবি: সাইয়ান
৮ / ৯
জমিতে কাজ করার ফাঁকে সেচযন্ত্রের পানি পান করছেন তৃষ্ণার্ত এক চাষি। বুড়াইল, রংপুর শহরতলি, ১৭ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
৯ / ৯
হাতপাখা বিক্রি করছেন এক বিক্রেতা। প্রকারভেদে প্রতিটির দাম ৪০ থেকে ১০০ টাকা পর্যন্ত। গরমের হাত থেকে রক্ষা পেতে অনেকেই কিনছেন এই হাতপাখা। ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৭ এপ্রিল
ছবি: শুভ্র কান্তি দাশ