সুরমা নদীর চরই তাদের ক্রিকেট মাঠ

শীতকালে কমে এসেছে সিলেটের সুরমা নদীর পানি। জেগে উঠেছে বালুচর। বর্ষায় যেখানে ছিল অথই জল, এখন সেখানে ব্যাট-বল হাতে ক্রিকেটে মেতে উঠেছে নদীপারের শিশু-কিশোরেরা। খেলার মাঠের অভাব থাকলেও অবসরের আনন্দ থেমে নেই তাদের। সুরমা নদীর ঘাসিটুলা এলাকার চর থেকে তোলা ছবি।

১ / ১০
সুরমা নদীর চরে ব্যাট-বলের লড়াইয়ে শিশু–কিশোরেরা
২ / ১০
উঁচু-নিচু চরে বলের পেছনে দুজন
৩ / ১০
এবার বল দিচ্ছে উইকেটের দিকে
৪ / ১০
বোলিং করছে এক কিশোর
৫ / ১০
ব্যাটে লেগেছে বল, এবার বলের পেছনে দৌড়াচ্ছে দুজন
৬ / ১০
ব্যাট হাতে নেমেছে ছোট শিশুটি
৭ / ১০
ক্যাচ আউট হয়েছে শিশুটি
৮ / ১০
ব্যাটসম্যান আউট হওয়ায় প্রতিপক্ষের উল্লাস
৯ / ১০
নদীর চরে ঘাস খাচ্ছে ছাগল, পাশে ব্যাট করছে আরেক কিশোর
১০ / ১০
নদীর পাড়ে দাঁড়িয়ে খেলা উপভোগ করছে অন্য শিশুরা