বাস, ট্রেন ও লঞ্চে ঘরমুখী মানুষের ঢল

প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ উদ্‌যাপন করতে ঢাকা ছাড়ছেন মানুষ। সড়ক, নৌ ও রেলপথে গ্রামের পথ ধরেছেন লাখ লাখ মানুষ। গাবতলী আন্তজেলা বাস টার্মিনালে বাসের জন্য অপেক্ষা করতে দেখা যায় অনেককে। ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে ঝুঁকি নিয়ে ছাদে চড়ে বাড়ির পথ ধরেন অনেকে। সদরঘাট থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা লঞ্চের ভেতরে ও ছাদে তিল পরিমাণ জায়গা খালি নেই। এর মধ্যেই যাত্রা করছেন ঘরমুখী মানুষ।

১ / ১১
ঈদে বাড়ি ফেরার জন্য ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে ঝুঁকি নিয়ে ছাদে উঠছেন যাত্রীরা। জয়দেবপুর রেলস্টেশন, গাজীপুর
ছবি: শুভ্র কান্তি দাশ
২ / ১১
গাদাগাদি করে ট্রেনের বগিতে উঠছেন যাত্রীরা। কমলাপুর রেলস্টেশন, ঢাকা
ছবি: তানভীর আহাম্মেদ
৩ / ১১
স্টেশনে ট্রেন আসার সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠছেন যাত্রীরা। কমলাপুর রেলস্টেশন, ঢাকা
ছবি: তানভীর আহাম্মেদ
৪ / ১১
জানালা দিয়ে কোলের শিশুকে ট্রেনের ভেতরে দিচ্ছেন এক ব্যক্তি। কমলাপুর রেলস্টেশন, ঢাকা
ছবি: তানভীর আহাম্মেদ
৫ / ১১
ঈদে বাড়ি ফিরতে পিকআপ ভ্যানে উঠছেন অনেকে। গাবতলী, ঢাকা
ছবি: শুভ্র কান্তি দাশ
৬ / ১১
বাসের জন্য সড়কের মাঝখানে অপেক্ষায় যাত্রীরা। গাবতলী, ঢাকা
ছবি: শুভ্র কান্তি দাশ
৭ / ১১
কোলের শিশুকে নিয়ে বাসের অপেক্ষায় এক নারী। গাবতলী বাস টার্মিনাল, ঢাকা
ছবি: শুভ্র কান্তি দাশ
৮ / ১১
ঈদে বাড়ি ফিরতে যাত্রীবোঝাই সারি সারি লঞ্চ। সদরঘাট লঞ্চ টার্মিনাল, ঢাকা
ছবি: দীপু মালাকার
৯ / ১১
শিশুকে মালামালের ওপর বসিয়ে লঞ্চে ওঠার জন্য টার্মিনালে যাচ্ছে একটি পরিবার। সদরঘাট লঞ্চ টার্মিনাল, ঢাকা
ছবি: দীপু মালাকার
১০ / ১১
লঞ্চের ডেকে তিল পরিমাণ জায়গা খালি নেই। সদরঘাট লঞ্চ টার্মিনাল, ঢাকা
ছবি: দীপু মালাকার
১১ / ১১
গন্তব্যে পৌঁছাতে লঞ্চের ভেতর জায়গা খালি না পেয়ে ছাদে উঠেছেন যাত্রীরা। সদরঘাট লঞ্চ টার্মিনাল, ঢাকা
ছবি: দীপু মালাকার