রান্নার লড়াই
কে হচ্ছেন ‘পাক্কা রাঁধুনি’
টেবিলে সবজির সমারোহ। ফ্রিজে রাখা রুই-তেলাপিয়া থেকে শুরু করে মুরগি ও গরুর মাংস। মসলাপাতিরও অভাব নেই। বিচারকেরা ‘রেডি’ বলামাত্রই ছুটলেন ১০ রাঁধুনি। ঝুড়িতে তুলে নিলেন রান্নার উপকরণ। এরপর শুরু ৭০ মিনিটের রান্না যুদ্ধ। কনফিডেন্স সল্ট-প্রথম আলো ‘পাক্কা রাঁধুনি’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের এ চিত্রটা বৃহস্পতিবার বিকেলের। চট্টগ্রাম নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দ্বিতীয়বারের মতো এ রান্না প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে অংশ নেওয়ার জন্য আবেদন করেছিলেন ২০০ রাঁধুনি। সেখান থেকে ৩২ জনকে দ্বিতীয় পর্বের জন্য নির্বাচিত করা হয়। পরে ১০ জন রন্ধনশিল্পীকে চূড়ান্ত পর্বের জন্য বাছাই করেন বিচারকেরা।
১ / ১৪
২ / ১৪
৩ / ১৪
৪ / ১৪
৫ / ১৪
৬ / ১৪
৭ / ১৪
৮ / ১৪
৯ / ১৪
১০ / ১৪
১১ / ১৪
১২ / ১৪
১৩ / ১৪
১৪ / ১৪