বৈশাখ উপলক্ষে পালপাড়ার ব্যস্ততা

পয়লা বৈশাখ উপলক্ষে ১০ থেকে ১৫ দিন ধরে বিভিন্ন জায়গায় চলবে বৈশাখী মেলা। মেলার অন্যতম আকর্ষণ মাটির তৈরি পুতুল ও বিভিন্ন জিনিস। তাই পালপাড়ায় শেষ মুহূর্তে দেখা যায় কর্মব্যস্ততা। পালদের পরিবারের সবাই ব্যস্ত কাজে। খুলনার দিঘলিয়া উপজেলার গত বুধবার সেনহাটি পালপাড়ার।

১ / ১০
নতুন পুতুল তৈরির কাজ করছেন এক নারী।
২ / ১০
স্বপ্না পাল মাটির তৈরি আপেল, ফুলকপি, পেয়ারা ইত্যাদি বিক্রি করেন ১০ টাকা করে।
৩ / ১০
কাকলী পাল বিভিন্ন দেবদেবীর প্রতিমা বিক্রি করেন ৪০০ থেকে ৫০০ টাকায়।
৪ / ১০
ফুলদানি রং করায় ব্যস্ত দুই ভাই বোন।
৫ / ১০
মুখ দিয়ে পুতুলের গায়ে স্প্রে রং করার কাজে ব্যস্ত একজন।
৬ / ১০
মাটির তৈরি পুতুল পোড়াতে চুলায় সাজাচ্ছেন একজন। এ চুলাকে পাজা বলে।
৭ / ১০
রং করার আগে মাটির ব্যাংক মুছে নিচ্ছেন একজন।
৮ / ১০
হরেক রকম মাটির ছোট ছোট পুতুল রং করা শেষে শুকানো হচ্ছে।
৯ / ১০
মেলায় বিক্রির বিক্রেতা ঝুড়িতে পুতুল সাবধানে কাগজে মুড়ে সাজাচ্ছে, যেন ঝাঁকুনিতে ভেঙে না যায়।
১০ / ১০
ভ্যানে মেলায় নিয়ে যাওয়া হচ্ছে মাটির পুতুল।