ঈদে বাড়ি ফেরা
প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে নিজ ঠিকানায় ফিরতে শুরু করেছে মানুষ। আজ থেকে সরকারি ছুটি শুরু হয়ে যাওয়ায় মহাসড়কগুলোয় যানবাহনের বেশ চাপ বেড়েছে। শুধু যে সড়কপথে তা নয়, রেলপথ ও নৌপথে ছিল চোখে পড়ার মতো যাত্রীদের উপস্থিতি। তারপরও ঈদ বলে কথা। শুধু রাজধানীই নয়, কর্মসূত্রে যাঁদের বিভিন্ন জেলা শহরে থাকতে হয়, তাঁরাও প্রিয়জনের সঙ্গে ঈদ উদ্যাপন করতে গ্রামে ছুটছেন।
১ / ১০
২ / ১০
৩ / ১০
৪ / ১০
৫ / ১০
৬ / ১০
৭ / ১০
৮ / ১০
৯ / ১০
১০ / ১০