ঈদে বাড়ি ফেরা

প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে নিজ ঠিকানায় ফিরতে শুরু করেছে মানুষ। আজ থেকে সরকারি ছুটি শুরু হয়ে যাওয়ায় মহাসড়কগুলোয় যানবাহনের বেশ চাপ বেড়েছে। শুধু যে সড়কপথে তা নয়, রেলপথ ও নৌপথে ছিল চোখে পড়ার মতো যাত্রীদের উপস্থিতি। তারপরও ঈদ বলে কথা। শুধু রাজধানীই নয়, কর্মসূত্রে যাঁদের বিভিন্ন জেলা শহরে থাকতে হয়, তাঁরাও প্রিয়জনের সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে গ্রামে ছুটছেন।

১ / ১০
প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গন্তব্যে যাচ্ছে ঘরমুখী মানুষেরা। লঞ্চঘাটে তিল পরিমাণ ঠাঁই নেই। সদরঘাট লঞ্চ টার্মিনাল, ঢাকা ২৭ জুন
ছবি: শুভ্র কান্তি দাশ
২ / ১০
লঞ্চে উঠছে যাত্রীরা। সদরঘাট লঞ্চ টার্মিনাল, ঢাকা ২৭ জুন
ছবি: শুভ্র কান্তি দাশ
৩ / ১০
ঈদের ছুটিতে ট্রেনের ছাদে করে গন্তব্যে যাচ্ছে ঘরমুখী মানুষ। টঙ্গী স্টেশন, ২৭ জুন
ছবি: সাজিদ হোসেন
৪ / ১০
ট্রেনের ছাদে টেনে তোলা হচ্ছে এক শিশুকে। ঈদের ছুটিতে ঝুঁকি নিয়ে এভাবেই গন্তব্য যাচ্ছেন অনেকেই। টঙ্গী স্টেশন, ২৭ জুন
ছবি: সাজিদ হোসেন
৫ / ১০
বাড়ি যাওয়ার জন্য বাস টার্মিনালে ভিড় করেছে মানুষ। সায়েদাবাদ, ঢাকা ২৭ জুন
ছবি: শুভ্র কান্তি দাশ
৬ / ১০
মোটরসাইকেলে মালামাল বেঁধে গ্রামের বাড়ি যাচ্ছে এক পরিবার। ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক, পেন্নাই, দাউদকান্দি, কুমিল্লা, ২৭ জুন
ছবি: আবদুর রহমান ঢালী
৭ / ১০
ট্রাকের ছাদে ঝুঁকি নিয়ে ঈদযাত্রা। তিন মাথা, বগুড়া শহর, ২৭ জুন
ছবি: সোয়েল রানা
৮ / ১০
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরে ঘরমুখী মানুষের ভিড়। ত্রিমোড়, চন্দ্রা, কালিয়াকৈর, ২৭ জুন
ছবি: মাসুদ রানা
৯ / ১০
হেঁটে ফেরিঘাটে যাচ্ছে ঘরমুখী মানুষ। পাটুরিয়ার ৩ নম্বর ঘাট, মানিকগঞ্জ, ২৭ জুন
ছবি: আব্দুল মোমিন
১০ / ১০
পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিতে পারাপার হচ্ছে ঘরমুখী মানুষ। পাটুরিয়ার ৩ নম্বর ঘাট, মানিকগঞ্জ, ২৭ জুন
ছবি: আব্দুল মোমিন