কুয়াশা ও তীব্র শীতের মধ্যেও থেমে নেই জীবনের চাকা

কয়েক দিন ধরেই রংপুরে শীতের দাপট। এর সঙ্গে যোগ হয়েছে হাড়কাঁপানো ঠান্ডা। ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকে চারপাশ। তবে প্রকৃতি প্রতিকূল হলেও থেমে নেই জীবন ও জীবিকার তাগিদ। কৃষক, দিনমজুরসহ শ্রমজীবী মানুষেরা ছুটছেন নিজ নিজ কাজে। রংপুর শহরের আশপাশের এলাকা থেকে তোলা ছবি।

১ / ৯
ভোরের ঘন কুয়াশার মধ্যেই ইঞ্জিনচালিত ভ্যানে করে মহাসড়ক ধরে শহরে কাজে যাচ্ছেন নির্মাণশ্রমিকেরা।
২ / ৯
কুয়াশার চাদর মোড়ানো সকালে ঝুঁকি নিয়েই মহাসড়কে চলছে বাঁশবোঝাই ভ্যান ও ব্যাটারিচালিত রিকশা।
৩ / ৯
সন্তানকে চাদরে জড়িয়ে শীতের সকালের কুয়াশা উপভোগ করছেন এক বাবা।
৪ / ৯
ভোরের কুয়াশায় জমি থেকে মাটি কেটে ভ্যানে বোঝাই করে ফিরছেন দুই শ্রমিক।
৫ / ৯
বোরো মৌসুমের জন্য সেচযন্ত্র কাঁধে নিয়ে জমির দিকে ছুটছেন এক কৃষক।
৬ / ৯
তীব্র শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে আলু তোলায় ব্যস্ত কয়েকজন নারী ও পুরুষ দিনমজুর।
৭ / ৯
শীতের সকালে কুয়াশার মধ্যে সোয়েটার ও চাদর জড়িয়ে খেত তৈরির কাজে ব্যস্ত দুই কৃষক।
৮ / ৯
জীবিকার তাগিদে কুয়াশার ভেতর দিয়ে সাইকেল চালিয়ে শহরে যাচ্ছেন তিনজন দিনমজুর।
৯ / ৯
ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কমে আসায় দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে মহাসড়কে চলছে ট্রাক।