ছাতিমগাছের তলায়

হেমন্তের হালকা শীতল বাতাসে চারপাশ ভরে উঠেছে ছাতিম ফুলের গন্ধে। সাদা ছোট ছোট ফুলে ছেয়ে গেছে গাছ। দিনভর সৌন্দর্য ছড়ালেও সন্ধ্যা নামলে তীব্র হয় এর সুবাস। চট্টগ্রাম নগরের আসকার দিঘির পাড়েও ফুটেছে এই ফুল ছাতিম। গাছজুড়ে থোকায় থোকায় সাদা ফুলের চারপাশে উড়ে বেড়াচ্ছে মৌমাছি, প্রজাপতি আর ছোট পাখিরা। সেসব নিয়েই এই ছবির গল্প—

১ / ৯
নগরের আসকার দিঘির পাড় এলাকার ছাতিম ফুলের গাছ
২ / ৯
এভাবে থোকায় থাকায় ফুটে আছে ছাতিম ফুল
৩ / ৯
সন্ধ্যা থেকে এই ফুল তীব্র সুবাস ছড়াতে থাকে
৪ / ৯
ফুলের ওপর বসছে ভ্রমর
৫ / ৯
ছাতিম ফুলের ওপর উড়ে বেড়াচ্ছে প্রজাপতি
৬ / ৯
গাছতলায় ছড়িয়ে আছে ছাতিম ফুল
৭ / ৯
ফুলে ফুলে ভরা ছাতিমগাছের তলা
৮ / ৯
ছাতিম ফুল কুড়িয়েছে এই শিশু
৯ / ৯
খাবারের আশায় ছাতিমের ডালে বসেছে পাখি