পাহাড়ে মৌসুমি ফলের সমাহার

গ্রীষ্ম মৌসুমের হরেক রকমের ফলে ভরে উঠেছে রাঙামাটি শহর। প্রতিদিন শহরের বনরূপা সমতাঘাটে আম, কাঁঠাল, লিচু, চিনাল, কলা, রসকো, বেল, আনারসসহ নানান ফল বেচাকেনা হচ্ছে। সারা দেশ থেকে মৌসুমি ফল বিক্রেতারা এসে কিনে নিয়ে যাচ্ছেন। সম্প্রতি ফলবাজার ঘুরে ছবিগুলো তোলা—

১ / ৯
নৌকায় করে বাজারে আনা হয়েছে কাঁঠাল ও আনারস
২ / ৯
ঝুড়ি ভরা আনারস পিঠে নিয়ে বিক্রি করতে যাচ্ছেন এক পাহাড়ি নারী
৩ / ৯
পাকা পেঁপে, বেল, কলাসহ হরেক ফলের পসরা সাজিয়ে বসেছেন এক ব্যবসায়ী
৪ / ৯
দেখেশুনে পাহাড়ি কলা কিনছেন একজন
৫ / ৯
ফলের বাজারে বিক্রির জন্য আনা হয়েছে বেল
৬ / ৯
ক্রেতাদের পাহাড়ি কিং অব চাকাপাত জাতের আম দেখাচ্ছেন বিক্রেতা
৭ / ৯
ঝুড়ি ভরা রসকো ফল আনা হয়েছে বাজারে
৮ / ৯
ঝুড়িতে রাখা আছে সুগন্ধি চিনাল ফল
৯ / ৯
গাছে ঝুলছে রসাল ফল লিচু