উড়ালসড়কে বাস

ঢাকা দ্রুতগতির উড়ালসড়কে (ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে) চালু হলো বাসসেবা। আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে রাষ্ট্রায়ত্ত পরিবহন সংস্থা বিআরটিসির আটটি বাস দিয়ে শুরু হলো এ সেবা। খামারবাড়ির খেজুরবাগান থেকে বিমানবন্দর পর্যন্ত ভাড়া ৩৫ টাকা। আর জসীমউদ্‌দীন পর্যন্ত ১৭ কিলোমিটার রুটের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা। দ্রুতগতির উড়ালসড়কের আজকের ছবি তুলেছেন সাজিদ হোসেন

১ / ৭
ই-টিকেটিং ব্যবস্থায় টিকিট কাটছেন যাত্রীরা
২ / ৭
টিকিট কেটে বাসে উঠছেন যাত্রীরা।
৩ / ৭
টিকিট চেক করছেন বাসের কন্ডাক্টর।
৪ / ৭
বাস ছাড়ার আগে সিটে বসে আছেন যাত্রীরা।
৫ / ৭
বাসে ওঠে স্বস্তি যাত্রীদের।
৬ / ৭
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কারের সঙ্গে চলছে বিআরটিসি বাস।
৭ / ৭
বনানী এলাকা পাড়ি দিচ্ছে বিআরটিসির বাস।