বার্ডের বাগানে রংবেরঙের ফুল

কুমিল্লার কোটবাড়ী এলাকায় অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) বাগানগুলো সেজেছে রংবেরঙের ফুলে। বছরের এই সময়ে বার্ডের পরিবেশ থাকে ভিন্নরূপ, যা দেখে মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীসহ প্রশিক্ষণার্থীরা। দেশি-বিদেশি প্রায় ৭০ প্রজাতির ফুল রয়েছে এই বাগানে। বাগান পরিচর্যার কাজে ২০ জন মালি রয়েছেন এই বার্ডে। বাগান ঘুরে ফুলের রাজ্যের ছবিগুলো দেওয়া হলো ছবির গল্প

১ / ৯
ঘুরে ঘুরে বাগান দেখছেন দর্শনার্থীরা
২ / ৯
কাণ্ড ভেদ করে হয়েছে নাগলিঙ্গম ফুল
৩ / ৯
ফুটেছে লাল টকটকে গোলাপ
৪ / ৯
এক দর্শনার্থী মুঠোফোনে ফুলের ছবি তুলছেন
৫ / ৯
ফুটেছে রংবেরঙের জিনিয়া ফুল
৬ / ৯
বাগানভরা জিনিয়া ফুল
৭ / ৯
ফুটেছে লাল টকটকে সেলোসিয়া ফুল
৮ / ৯
বাগানে রয়েছে কালো জাতের সূর্যমুখী
৯ / ৯
গাঢ় হলুদ রঙের গাঁদাফুল