ফুল উৎসব

চট্টগ্রামের সীতাকুণ্ডের ডিসি পার্কে চলছে ফুল উৎসব। মাসব্যাপী এই উৎসবে রয়েছে দেশি-বিদেশি ১৩৬ প্রজাতির ফুলের গাছ। উদ্বোধনের পর উৎসবে ভিড় করছেন নানা বয়সের লোকজন। উৎসবে এসে অনেকে নৌকা ও বিভিন্ন রাইডে চড়ছেন। এই উৎসব নিয়ে ছবির গল্প।

১ / ৯
উৎসবে আছে নজরকাড়া ফুলসহ গাছ।
২ / ৯
উৎসবে এসে অনেকে নৌকাভ্রমণ করছেন।
৩ / ৯
দর্শনার্থীদের আকৃষ্ট করতে প্রজাপতির আদলে সাজানো হয়েছে ফুলগাছ।
৪ / ৯
উৎসবে এসে অনেকে সেলফি তুলছেন।
৫ / ৯
বাগানোর আদলে ফুলগাছ সাজানো হয়েছে।
৬ / ৯
উৎসবে দর্শনার্থীদের ভিড়।
৭ / ৯
বিভিন্ন প্রজাতির ফুলের গাছ রয়েছে উৎসবে।
৮ / ৯
উৎসবে ফুল বিক্রিরও ব্যবস্থা আছে।
৯ / ৯
সেজেগুজে উৎসবে এসেছেন দর্শনার্থীরা।