শাপলা–পাখি–মাছের ‘রাজ্য’ বড়বিলা

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নে অবস্থিত বড়বিলা জলমহাল। সাড়ে ৩০০ একরের বেশি আয়তনের এ জলমহালে রয়েছে নানা প্রজাতির দেশীয় মাছ। এ ছাড়া ফোটে শাপলা ও পদ্ম। উড়ে বেড়ায় পানকৌড়ি, সারস, বক, বালিহাঁসসহ নানান পাখি। আশপাশের ভ্রমণপিপাসুদের কাছে বড়বিলা বিশেষ আকর্ষণে পরিণত হয়েছে। প্রতিদিনই এখানকার সৌন্দর্য উপভোগ করতে আসেন অসংখ্য দর্শনার্থী। বড়বিলা ঘুরে ছবিগুলো সম্প্রতি তোলা-

১ / ৯
এ সড়ক দিয়ে যেতে হয় বড়বিলায়
২ / ৯
‘আই লাভ বড়বিলা’ লেখা নামফলক
৩ / ৯
বড়বিলায় ঘুরে বেড়ানোর জন্য ঘাটে রাখা নৌকা
৪ / ৯
নৌকায় করে বড়বিলায় ঘুরছেন দর্শনার্থীরা
৫ / ৯
বড়বিলায় ফুটে রয়েছে লাল শাপলা
৬ / ৯
আকাশজুড়ে উড়ছে পাখির ঝাঁক
৭ / ৯
মাছ ধরার জন্য রাখা হয়েছে চাঁই
৮ / ৯
নৌকায় ভেসে মাছ ধরছেন জেলেরা
৯ / ৯
লাল নিশান টানানো জায়গায় মাছ ধরা নিষেধ