পানি বাড়ায় বিপাকে তিস্তাচরের বাদামচাষিরা

তিস্তা নদীর চরগুলোয় প্রচুর বাদাম চাষ হয়। এবারের মৌসুমে আগাম বৃষ্টিতে বাড়তে শুরু করেছে তিস্তার পানি। আর এতে বিপাকে পড়েছেন চাষিরা। অনেক জায়গায় ভেসে গেছে বাদামগাছ। অনেক জায়গায় তলিয়ে যাওয়ার আশঙ্কায় চাষিরা আগেভাগে বাদাম তুলে নিচ্ছেন। রংপুরের কাউনিয়া উপজেলার তিস্তার চর ঘুরে ছবিগুলো সম্প্রতি তোলা।

১ / ৯
হঠাৎ বৃষ্টিতে তলিয়ে গেছে চরের বাদামখেত।
২ / ৯
পানিতে তলিয়ে যাওয়া খেত থেকে বাদাম তুলছেন চাষিরা।
৩ / ৯
তলিয়ে যাওয়া খেত থেকে বাদাম নৌকায় তোলা হচ্ছে।
৪ / ৯
বাদাম তুলে পানিতে ভাসিয়ে উঁচু জায়গায় নেওয়া হচ্ছে।
৫ / ৯
বাদাম তোলার পর তা নৌকায় উঠিয়ে ঠেলে নিয়ে যাচ্ছেন এক নারী।
৬ / ৯
পানিতে ডুবে যাওয়া খেতে বাদাম তুলছেন দুই নারী।
৭ / ৯
শুকানোর জন্য নৌকা থেকে নদীর পাড়ের উঁচু জায়গায় বাদাম রাখা হচ্ছে।
৮ / ৯
ভেজা বাদাম শুকাতে দিচ্ছেন দুই নারী।
৯ / ৯
তিস্তার চরে দিগন্তজুড়ে সবুজ বাদামখেত।