সুস্বাদু বাঙ্গি

গ্রীষ্মের ফল বাঙ্গি। পাকা বাঙ্গির ম-ম গন্ধ যে কাউকে আকৃষ্ট করে। মৌসুমি এই ফলের চাহিদা রয়েছে বাজারে। কুমিল্লা ও ফরিদপুর অঞ্চল থেকে বাঙ্গি আনা হয়েছে ট্রাকে করে। ট্রাক থেকে আড়তে নামানো হচ্ছে। এখান থেকে পাইকারি ও ‍খুচরা দরে বাঙ্গি বিক্রি করেন বিক্রেতারা। সিলেটের ফলের আড়ত কদমতলী থেকে মৌসুমি ফল বাঙ্গি নিয়ে ছবির গল্প

১ / ৮
ট্রাকভর্তি বাঙ্গি
২ / ৮
ট্রাক থেকে বাঙ্গি নামানো হচ্ছে
৩ / ৮
থরে থরে সাজানো লম্বা আকৃতির বাঙ্গি
৪ / ৮
গোল আকৃতির বাঙ্গি
৫ / ৮
মিষ্টিকুমড়ার মতো বাঙ্গি
৬ / ৮
ফাটা বাঙ্গির কদর বেশি
৭ / ৮
খুচরা বিক্রির জন্য ভ্যানে করে বাঙ্গি নিয়ে যাচ্ছেন এক বিক্রেতা
৮ / ৮
আড়ত থেকে বাঙ্গি কিনে নিয়ে যাচ্ছেন একজন