শহরে পরিযায়ী পাখি
সিলেট নগরের ঘাসিটুলার লামাপাড়া এলাকার একটি পুকুরে এসেছে শীতের পরিযায়ী পাখি ‘পাতিসরালি’। পুকুরটির এক পাশে সড়ক আর তিন দিকে ঘরবাড়ি। এমন ব্যস্ততম এলাকার পুকুরেই অস্থায়ী আবাস গেড়েছে ভিনদেশি এসব পাখি। দিনভর ওড়াউড়ি শেষে আশ্রয় নিচ্ছে পুকুরের কচুরিপানায়।
১ / ৬
২ / ৬
৩ / ৬
৪ / ৬
৫ / ৬
৬ / ৬