অষ্টমী স্নানে

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের মহাঅষ্টমী পুণ্যস্নানোৎসব শুরু হয়েছে। গত সোমবার বিকেল ৪টা ২২ মিনিটে স্নানের লগ্ন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পুণ্যার্থীরা ব্রহ্মপুত্র নদে স্নানোৎসবে মেতে ওঠেন। এর আগে থেকেই পুণ্যার্থীদের ঢল নামা শুরু হয় লাঙ্গলবন্দে। আয়োজকদের প্রত্যাশা, এবারের স্নানে দেশ-বিদেশের ৮ থেকে ১০ লাখ পুণ্যার্থী অংশ নেবেন।

১ / ১২
কীর্তন করে ঘাটে ঘাটে ঘুরছেন ভক্তরা
২ / ১২
উৎসবে দুই শিশুর সাজ
৩ / ১২
বসেছে ভক্তিমূলক গানের আসর
৪ / ১২
স্নানের লগ্ন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পুণ্যার্থীরা ব্রহ্মপুত্র নদে স্নানোৎসবে মেতে ওঠেন
৫ / ১২
অভিভাবকদের সঙ্গে শিশুরাও এসেছে পুণ্যস্নানে
৬ / ১২
পুরোহিতের কাছে মন্ত্রপাঠ করছেন দুজন
৭ / ১২
বসেছে মেলা। শিশুদের নিয়ে মেলায় খেলনা কিনছেন অভিভাবকেরা
৮ / ১২
বিভিন্ন সেবাসংঘের পক্ষ থেকে স্নানোৎসবে আসা শিশুদের জন্য রয়েছে বিনা মূল্যে দুধ ও তৃষ্ণার্তদের জন্য পানির ব্যবস্থা
৯ / ১২
সার্বিক মঙ্গল কামনায় ব্রহ্মপুত্রের পাড়ে শিঙা বাজাচ্ছেন এই ভক্ত
১০ / ১২
উৎসবে সাজছে এই কিশোর
১১ / ১২
মেলা থেকে শঙ্খ কেনার আগে বাজিয়ে নিচ্ছেন এই নারী
১২ / ১২
দেশ-বিদেশ থেকে আগত লাখো ভক্তের সমাগমে মুখরিত লাঙ্গলবন্দের পথঘাট