বাজারে নানা রকম কলা

থরে থরে সাজিয়ে রাখা হয়েছে কলার ছড়ি। কাঁচা আর আধা পাকা অবস্থায় থাকা কলাগুলো পাইকারি দরে বিক্রি হচ্ছে বেশি। চাঁপা, সাগর, শবরি ও আইটা কলার মধ্যে আড়তে মিষ্টি চাঁপা কলার পরিমাণ বেশি। কলাগুলো নিয়ে আসা হয়েছে টাঙ্গাইলের মধুপুর, কুষ্টিয়া আর মৌলভীবাজারের জুড়ী থেকে।

১ / ৯
থরে থরে সাজিয়ে রাখা কলা
২ / ৯
আড়ত ঘুরে কলা দেখছেন ক্রেতা
৩ / ৯
ক্রেতার অপেক্ষায় বিক্রেতা
৪ / ৯
কাঁচা আর আধা পাকা কলার দরদাম চলছে
৫ / ৯
বিক্রেতার সঙ্গে কথা বলছেন ক্রেতারা
৬ / ৯
পাকা কলা ছড়িতে কিনতে এসেছেন খুচরা বিক্রেতা
৭ / ৯
দুটি পাকা কলার ছড়ি কিনে নিয়ে যাচ্ছেন একজন
৮ / ৯
কলা কিনে রিকশায় করে নিয়ে যাচ্ছেন খুচরা বিক্রেতা
৯ / ৯
হিসাবে ব্যস্ত দুই কলা ব্যবসায়ী