প্রথম আলোর ইনমা পুরস্কারপ্রাপ্তিতে প্রীতিসম্মিলন

এ বছর বিশ্বের সংবাদমাধ্যমগুলোর বৃহত্তম সংগঠন ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশনের (ইনমা) তিনটি পুরস্কার পেয়েছে প্রথম আলো। এই অর্জন শুভানুধ্যায়ীদের সঙ্গে উদ্‌যাপনের জন্য গতকাল রোববার আয়োজন করা হয় এক প্রীতিসম্মিলনের। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই প্রীতিসম্মিলনে এসেছিলেন দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট মানুষজন।
এই প্রীতিসম্মিলন নিয়ে ছবির গল্প—

১ / ১০
বিজ্ঞাপনী সংস্থা এক্সপ্রেশনসের পক্ষে অভিনয়শিল্পী রামেন্দু মজুমদার, প্রতিষ্ঠানটির পরিচালক সৈয়দ আপন আহসান ও অভিনয়শিল্পী ত্রপা মজুমদার প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকে শুভেচ্ছা জানান।
২ / ১০
সংবাদপত্রের মালিকদের সংগঠন নোয়াবের সভাপতি ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের এমডি আবদুল মুক্তাদিরকে স্বাগত জানাচ্ছেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।
৩ / ১০
ইনমা পুরস্কার পাওয়ায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী।
৪ / ১০
প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকে শুভেচ্ছা জানান অর্থনীতিবিদ অধ্যাপক সেলিম রায়হান।
৫ / ১০
ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমানকে স্বাগত জানান প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।
৬ / ১০
প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান নিট পোশাকশিল্পমালিকদের সংগঠন বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক।
৭ / ১০
প্রীতিসম্মিলনে শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।
৮ / ১০
অনুষ্ঠানে যোগ দেওয়া অতিথিদের একাংশ।
৯ / ১০
প্রীতিসম্মেলনে অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা। (বাঁ থেকে) বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
১০ / ১০
প্রথম আলোর প্রীতিসম্মিলনে (বাঁ থেকে) প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, আইনজীবী মানজুর আল মতিন, অভিনেতা আফজাল হোসেন, নোয়াবের সভাপতি এ কে আজাদ, অধ্যাপক পারভীন হাসান, আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, পূবালী ব্যাংকের এমডি মোহাম্মদ আলী, একশনএইড বাংলাদেশের পরিচালক ফারাহ কবীর ও অ্যাপেক্স ফুটওয়্যারের এমডি সৈয়দ নাসিম মঞ্জুর।