ক্যামেরার সংগ্রহশালা

সময় বদলে যায়। অনেক জিনিস পুরোনো হয়ে যায়। তবু সেগুলো স্মৃতি হিসেবে আঁকড়ে রাখতে চায় মানুষ। কেউ মুদ্রা, কেউ ডাকটিকিট সংগ্রহ করেন। তেমনই একজন খুলনার জি কে এম লুৎফর রহিম। তাঁর শখ ক্যামেরা সংগ্রহ করা। লুৎফর রহিমের সংগ্রহে আছে শতাধিক ক্যামেরা। খুলনার সোনাডাঙ্গায় তাঁর ব্যক্তিগত সংগ্রহশালা থেকে তোলা ছবি।

১ / ১১
চলচ্চিত্রের ফিল্মের সংগ্রহ দেখাচ্ছেন লুৎফর রহিম
২ / ১১
টুইন-লেন্স রিফ্লেক্স ক্যামেরা
৩ / ১১
সংগ্রহশালায় রয়েছে অনেক ধরনের ক্যামেরার মডেল
৪ / ১১
রয়েছে বিভিন্ন ধরনের লেন্স, যা এখন আর দেখা যায় না
৫ / ১১
ক্যামেরার পুরোনো ফ্লাশের কয়েকটি সাজিয়ে রাখা হয়েছে
৬ / ১১
ভিসিআর টেপ, মাইক্রোফোন, ম্যানুয়াল ফ্রেমসহ বিভিন্ন সংগ্রহ
৭ / ১১
সংগ্রহে আছে পুরোনো ফিল্ম প্রোজেক্টরও
৮ / ১১
১৯২০ সালে তৈরি ক্যামেরাও আছে এ সংগ্রহশালায়
৯ / ১১
সংগ্রহে রয়েছে লেন্স ফিল্টার
১০ / ১১
বিটিভির শুরুর দিকে ব্যবহার করা ক্যামেরা
১১ / ১১
এসএলআর ক্যামেরার জুম লেন্স