কাঠশালিকের ঝাঁক

বাংলাদেশে শালিক প্রজাতির পাখিগুলোর একটি  কাঠশালিক। মাঝেমধ্যে এদের ঝাঁক বেঁধে বিভিন্ন শস্যখেতের ওপর ওড়াউড়ি করতে দেখা যায়। খেতের কীটপতঙ্গ শিকার করে খায় তারা। সম্প্রতি বগুড়া সদর উপজেলার শেখেরকোলা গ্রামের মাঠে এমনই একঝাঁক কাঠশালিককে দেখা গেল। শর্ষেখেতে এগুলোর বিচরণ নিয়ে এই ছবির গল্প।

১ / ৭
শর্ষেখেতে খুটে খুটে খাবার খাচ্ছে কাঠশালিক পাখি
২ / ৭
ডানা মেলে উড়াল দিয়েছে কাঠশালিক
৩ / ৭
শর্ষেখেতের ওপর দিয়ে ওড়াউড়ি করছে কাঠশালিকের ঝাঁক
৪ / ৭
একজোড়া কাঠশালিক
৫ / ৭
কিছু পাখি গাছের ওপর বসে আছে আর কিছু পাখি গাছের দিকে এগিয়ে যাচ্ছে
৬ / ৭
গাছের ডালে বসে আছে তিনটি পাখি
৭ / ৭
ডানা মেলে উড়ছে দূর আকাশে