এস আলমের বাংলোবাড়ি

বাংলাদেশের এক ডজন ব্যাংক থেকে নামে-বেনামে প্রায় দুই লাখ কোটি টাকা তুলে নেওয়া এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম (এস আলম)। তিনি চট্টগ্রামের পটিয়ার আজিমপুরে প্রায় ৫০ একর জমির ওপর বিলাসবহুল বাংলোবাড়ির নির্মাণকাজ শুরু করেছিলেন। সরকার পতনের পর এক মাস পর্যন্ত এর নির্মাণকাজ চলছিল। এরপর তা বন্ধ হয়ে যায়। বাংলোবাড়িতে এস আলমের সাত ভাইয়ের জন্য সাতটি বাড়ির নির্মাণকাজ চলছিল। এর মধ্যে এস আলমের নিজের বাড়িটি চারতলাবিশিষ্ট। অন্যগুলো সাড়ে তিন হাজার বর্গফুটের ডুপ্লেক্স বাড়ি। এস আলমের সেই বাংলোবাড়ির ছবি নিয়ে আজকের এই ছবির গল্প।

১ / ৮
এস আলমের নিজের জন্য বাড়িটি তৈরি করা হচ্ছিল
২ / ৮
এস আলমের ভাইদের জন্য তৈরি হচ্ছিল ডুপ্লেক্স বাড়ি
৩ / ৮
বিশাল এলাকা খালি পড়ে আছে
৪ / ৮
বাংলোবাড়ির প্রবেশমুখে এখন জন্মেছে আগাছা
৫ / ৮
চারতলা ভবনটির পেছনের চিত্র
৬ / ৮
বিশাল জায়গাটি রাখা হয়েছিল লেক তৈরির জন্য
৭ / ৮
বিশাল আকারের দেয়াল দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে স্থানটি
৮ / ৮
মূল সড়ক থেকে ভবনের শুধু এই অংশ চোখে পড়ে