গারোদের ওয়ানগালা উৎসব

নতুন ফল ও ফসল ঘরে উঠবে। এ ফসল খাওয়ার আগে শস্য দেবতার প্রতি জানাতে হবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। গারো জাতিসত্তার মানুষের এটাই ঐতিহ্য। দেবতাকে কৃতজ্ঞতা জানানোর এ উৎসবের নাম ওয়ানগালা। বর্ষার শেষে ও শীতের শুরুতে নতুন ফসল ঘরে তোলার পর এ উৎসবের আয়োজন করা হয়। দেবতার নামে ফসল উৎসর্গ করার পাশাপাশি নিজস্ব সংস্কৃতির নাচগান ও নানা সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে গারো জনগোষ্ঠী পালন করল তাদের ঐতিহ্যবাহী এ উৎসব।

১ / ১০
দেবতাকে উৎসর্গ করে ঝুড়িতে সাজিয়ে রাখা হয়েছে নতুন ফসল
২ / ১০
ঐতিহ্যবাহী ‘দকমান্দা’ পোশাক পরে এসেছেন শিল্পীরা
৩ / ১০
ওয়ানগালায় এসে খোশগল্পে মেতে উঠেছেন কয়েকজন
৪ / ১০
গারো ভাষায় গান পরিবেশন করে অনুষ্ঠান মাতিয়ে রাখেন শিল্পীরা
৫ / ১০
দেবতার নামে উৎসর্গ করা ফসল ঘিরে নৃত্যগীত পরিবেশন করছেন নারীরা
৬ / ১০
নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে উৎসবে এসেছেন তরুণীরা
৭ / ১০
গাছের পাতা, খড় ও বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে তোরণ
৮ / ১০
নৃত্যনাট্যের মাধ্যমে গারো সম্প্রদায়ের জীবনধারা তুলে ধরছেন শিল্পীরা
৯ / ১০
সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছেন শিল্পীরা
১০ / ১০
নাগ্রা গারোদের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র। বিভিন্ন আচার-অনুষ্ঠান ও উৎসবে এটি ব্যবহৃত হয়