শ্রমিকের কষ্ট

আগুনের তাপ, ধোঁয়াভরা বাতাস আর চারপাশে বিটুমিনের গন্ধ—এমন পরিবেশেই সড়ক মেরামত ও নির্মাণের কাজ করছেন শ্রমিকেরা। নেই আধুনিক যন্ত্র, নিরাপত্তা সরঞ্জাম। মাথার ওপর খাড়া রোদ আর তাপ-ধোঁয়া সঙ্গী করে প্রতিনিয়ত কাজ করে যেতে হয় এসব শ্রমিককে। সড়কের পাশে ঘামে ভেজা শ্রমিকদের কাজের ছবিগুলো বাগেরহাটের শ্রীঘাট এলাকা থেকে সম্প্রতি তোলা।

১ / ৯
বিটুমিন পোড়ানোর জন্য চুলায় আগুন দিচ্ছেন একজন শ্রমিক।
২ / ৯
বিটুমিনের সঙ্গে মেশানো হচ্ছে পাথর।
৩ / ৯
গনগনে আগুন আর ধোঁয়ার মধ্যে কাজ করছেন একজন শ্রমিক।
৪ / ৯
শত প্রতিকূলতা আর ব্যস্ততার মধ্যেও হাসিমুখে একজন নারী শ্রমিক।
৫ / ৯
গলানো বিটুমিন নেওয়া হচ্ছে রাস্তা মেরামতের জন্য।
৬ / ৯
ধোঁয়ার মধ্যে কাজ করছেন শ্রমিকেরা।
৭ / ৯
ধোঁয়া থেকে বাঁচতে মুখে কাপড় বেঁধে নিয়েছেন একজন শ্রমিক।
৮ / ৯
পাথর বহনের মতো কষ্টসাধ্য কাজও করতে হয় নারী শ্রমিকদের।
৯ / ৯
ঘাম মুছছেন একজন শ্রমিক।