ভাসমান পদ্ধতিতে সবজি চাষ

ভাসমান কৃষি পদ্ধতিতে বিভিন্ন সবজি চাষ এবং চারা উৎপাদন করছেন বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের কৃষকেরা। স্থানীয়ভাবে এটি ধাপ পদ্ধতি নামেও পরিচিত। জেলার আগৈলঝাড়া ও উজিরপুর উপজেলা এবং পিরোজপুরের নাজিরপুর ও স্বরূপকাঠি উপজেলার বিস্তীর্ণ জলাভূমিতেও চলছে এভাবে সবজি চাষ। এখানে উৎপাদিত চারাগুলো ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রির জন্য নিয়ে যাওয়া হয়।

১ / ১০
বিস্তীর্ণ জলাভূমিতে ভাসমান পদ্ধতিতে সবজির চারা উৎপাদন ও চাষ করা হচ্ছে।
২ / ১০
উজানের জমিতে জেগে উঠেছে ধাপগুলো।
৩ / ১০
ভাসমান বীজতলায় সবজির চারা বপনের জন্য নিয়ে যাচ্ছেন কৃষকেরা।
৪ / ১০
পানিতে পচে যাওয়া জলজ উদ্ভিদ চারার গোড়ায় দিচ্ছেন এক কৃষক।
৫ / ১০
বীজতলায় সবজির যত্ন।
৬ / ১০
নৌকায় ঘুরে ঘুরে চারার পরিচর্যা।
৭ / ১০
ধাপ থেকে চারা তুলে নৌকায় করে গন্তব্যে নেওয়া হচ্ছে।
৮ / ১০
নৌকা ভর্তি সবজির চারা। এগুলো ভাসমান বীজতলায় বপন করা হবে।
৯ / ১০
চারায় পানি দিচ্ছেন এক তরুণ।
১০ / ১০
পেঁপে চারা ধাপ থেকে নৌকায় তুলছেন কৃষকেরা। এগুলো বাজারে পাইকারদের কাছে বিক্রি করা হবে।