পাহাড়ে ধান কাটার ধুম

প্রাকৃতিক দুর্যোগ ও পাহাড়ি ঢল থেকে ফসল রক্ষার জন্য পাহাড়ের কৃষকেরা আগাম বোরো ধানের আবাদ করে থাকেন। এরই মধ্যে বান্দরবানে জমির ধান পেকে সোনালি রং নিয়েছে। পাহাড়ি নারী-পুরুষেরা দল বেঁধে ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন। তাপপ্রবাহ উপেক্ষা করে নারীরা ধান কাটেন আর পুরুষেরা সেগুলো বহন করে এক স্থানে জড়ো করেন। একজন পাহাড়ি নারী শ্রমিক দৈনিক ৩০০ টাকা ও একজন পুরুষ দৈনিক ৫০০ টাকায় কাজ করে থাকেন। বান্দরবান-রাঙামাটি সড়কের ক্যমলং, ডলুপাড়াসহ বিভিন্ন জায়গা থেকে তোলা ছবি।

১ / ১০
ধানের চিটা বের করছেন এক দম্পতি।
২ / ১০
ধান কাটায় ব্যস্ত একদল কৃষক।
৩ / ১০
জমি থেকে ধান নিয়ে ফিরছেন এক কৃষক।
৪ / ১০
ধানের আঁটিগুলো এক জায়গায় জড়ো করা হচ্ছে।
৫ / ১০
ধান কেটে এনে এক জায়গায় স্তূপ করে রাখা হচ্ছে।
৬ / ১০
ধান কাটছেন কয়েকজন পাহাড়ি কিষানি।
৭ / ১০
ধান কাটতে ব্যস্ত এক কিষানি।
৮ / ১০
কাজ শেষে বাড়ি ফিরছেন কয়েকজন কিষানি।
৯ / ১০
বিস্তীর্ণ মাঠজুড়ে ধানের খেত।
১০ / ১০
মাড়াইযন্ত্র নিয়ে যাচ্ছেন কয়েকজন কৃষক।