ধেয়ে আসছে মোখা

বঙ্গোপসাগরে সৃষ্ট অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার গতি বাড়ছে। সেই সঙ্গে বাংলাদেশের উপকূলের সঙ্গে এর দূরত্ব কমছে। আজ শনিবার সন্ধ্যায় এ ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাব পড়তে শুরু করবে কক্সবাজার ও এর কাছাকাছি উপকূলীয় এলাকায়। মোখার কারণে উপকূলীয় অঞ্চলের মানুষ ও গবাদিপশু নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হচ্ছে। মাছ ধরার ট্রলারগুলো সাগর থেকে ফিরে আসছে। উপকূলীয় এলাকায় মাইকিং করে সতর্কবার্তা দেওয়া হচ্ছে।

১ / ১২
ঘূর্ণিঝড় মোখার প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর। ১৩ মে, পাটুয়ারটেক, কক্সবাজার।
ছবি: সাজিদ হোসেন
২ / ১২
মানুষকে নিরাপদে সরে যেতে মাইকিং করা হচ্ছে। ১৩ মে, নোয়াখালীপাড়া, মেরিন ড্রাইভ, কক্সবাজার।
ছবি: সাজিদ হোসেন
৩ / ১২
উত্তাল হয়ে উঠেছে সাগর। জেলেরা নৌকা নিরাপদে সরিয়ে নিচ্ছেন। ১৩ মে, নোয়াখালীপাড়া, মেরিন ড্রাইভ, কক্সবাজার।
ছবি: সাজিদ হোসেন
৪ / ১২
মোখার কারণে দেওয়া হয়েছে বিপৎসংকেত। এ জন্য টাঙানো হয়েছে লাল পতাকা। ১৩ মে, জেটিঘাট, সেন্ট মার্টিন।
ছবি: প্রথম আলো
৫ / ১২
মানুষজনকে নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য মাইকিং করছেন সিপিপির সদস্যরা। ১৩ মে, দশমিনার আউলিয়াপুর লঞ্চঘাট, পটুয়াখালী।
ছবি: প্রথম আলো
৬ / ১২
ঘূর্ণিঝড় মোখার কারণে বরিশালের অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। ১৩ মে, নদীবন্দর, বরিশাল নগর।
ছবি: সাইয়ান
৭ / ১২
আগাম সতর্কবার্তা দিয়ে জনগণকে নিরাপদ আশ্রয়ে যেতে বলছেন সিপিপির সদস্যরা। ১৩ মে, দক্ষিণ চর পূর্ব চর চান্দিয়া, সোনাগাজী, ফেনী।
ছবি: আমজাদ হোসাইন
৮ / ১২
সুন্দরবন থেকে মাছ ধরার নৌকা নিয়ে উপকূলে ফিরতে শুরু করেছেন জেলেরা। ১৩ মে, সুতিয়া বাজার, কয়রা, সুন্দরবন।
ছবি: ইমতিয়াজ উদ্দিন
৯ / ১২
সতর্কতার জন্য উপকূলীয় এলাকায় বিপৎসংকেতের পতাকা টাঙাচ্ছেন সিপিপির সদস্যরা। ১৩ মে, দক্ষিণ চর পূর্ব চর চান্দিয়া, সোনাগাজী, ফেনী।
ছবি: আমজাদ হোসাইন
১০ / ১২
ট্যুরিস্ট বোটগুলো নিরাপদ জায়গায় সরিয়ে রাখতে মাইকিং করেছে পর্যটন ট্যুরিস্ট বোট মালিক কল্যাণ সমিতি। ১৩ মে, পর্যটন ঘাট, রাঙামাটি।
ছবি: সুপ্রিয় চাকমা
১১ / ১২
গবাদিপশু ও মালামাল নিয়ে নিরাপদ জায়গায় সরে যাচ্ছেন মানুষেরা। ১৩ মে, কুতুবদিয়াপাড়া, কক্সবাজার।
ছবি : জুয়েল শীল
১২ / ১২
নিজেদের গেস্ট হাউস থেকে মূল্যবান জিনিস সরিয়ে নিচ্ছেন বিজিবি সদস্যরা। ১৩ মে, শাহপরীর দ্বীপ, টেকনাফ।
ছবি: সৌরভ দাশ