ইলিশ ধরতে নদীতে

ইলিশ ধরার মৌসুম মানে জেলেদের কাছে উত্তেজনার বিষয়। কারণ, বাজারে ইলিশের দাম অনেক। তাই নদীতে সঙ্গী নৌকা আর জাল নিয়ে নেমে পড়ছে তারা। কিন্তু ইলিশের দেখা মেলা ভাগ্যের বিষয় হয়ে গেছে জেলেদের। প্রতিদিন জাল ফেলে একটা কি দুটো বড় ইলিশ পাওয়া মানে খরচ উসুল। ইলিশের ভরা মৌসুমে গভীর সাগরেও খুব বেশি ইলিশ মিলছে না। দু-একজন ভাগ্যবান ট্রলারমালিক বেশি ইলিশ পেলেও অধিকাংশ ট্রলারের জেলেরা আশানুরূপ ইলিশ না পেয়ে ফিরে আসছেন। খুলনার বটিয়াঘাটা উপজেলার কাজীবাছা নদীতে ইলিশ মাছ ধরার কিছু ছবি দিয়ে ছবির গল্প। ছবি তুলেছেন সাদ্দাম হোসেন।

১ / ৮
নদীতে প্রচুর ঢেউ, তা উপেক্ষা করেই জাল টানছেন জেলেরা।
২ / ৮
জাল ফেলে বিশ্রাম নিচ্ছেন জেলে।
৩ / ৮
নেমে এল বৃষ্টি। ছাতা দিয়ে বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা।
৪ / ৮
মাছ ধরতে ট্রলার নিয়ে রওনা দিয়েছেন জেলেরা।
৫ / ৮
বড় ঢেউ তুলে আসছে বড় ট্রলার। তাই অন্য জেলেকে সাবধান করছেন এক জেলে
৬ / ৮
মাছ ধরতে নামার আগে জাল মেরামত করছেন এক মৎস্যজীবী।
৭ / ৮
জেলেরা জাল ফেলে বসে আছেন, পাশ দিয়ে সাগর থেকে আসা লবণের ট্রলার অতিক্রম করছে।
৮ / ৮
জালে ধরা পড়েছে এক কেজির বেশি ওজনের ইলিশ, খুশি জেলেরা