মণ্ডপে মণ্ডপে বর্ণিল সাজ

ষষ্ঠীর মধ্য দিয়ে শুক্রবার থেকে শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজা। তাই মণ্ডপে বসানো হয়েছে প্রতিমা। প্রতিবছরের মতো এবারও বিভিন্ন থিম নিয়ে সাজানো হচ্ছে পূজামণ্ডপগুলো। হাজারি গলির পূজার থিম দেওয়া হয়েছে হারিয়ে যাওয়া ঐতিহ্য ও গ্রাম প্রকৃতি। এখানে পাটগাছের কাঠ দিয়ে তৈরি করা হচ্ছে মণ্ডপটি। যেখানে গ্রামের বিভিন্ন চিত্র ফুটে উঠেছে। টেরি বাজার পূজামণ্ডপের থিম শহরে এসেছে পূজা। যেখানে প্রতিমা তৈরির বিভিন্ন চিত্র ফুটে উঠেছে। অন্যদিকে আগ্রাবাদ গোসাইলডাঙ্গা পূজামণ্ডপের থিম অনুভূতি। এখানে মণ্ডপের পুরো কাজ করা হচ্ছে বাঁশ দিয়ে। এভাবে এক মণ্ডপের সঙ্গে অন্য মণ্ডপ অনেকটা প্রতিযোগিতার মেজাজে ফুটিয়ে তুলেছে সমাজের নানা চিত্র। ছবিগুলো চট্টগ্রাম নগরের বিভিন্ন জায়গার পাঁচটি পূজামণ্ডপের।

১ / ১২
মণ্ডপ দেখতে ভিড় করছেন লোকজন। হাজারি গলির পূজামণ্ডপ, চট্টগ্রাম
২ / ১২
হাজারি গলির মণ্ডপে ফুটে উঠেছে গ্রাম প্রকৃতির বিভিন্ন দৃশ্য। হাজারি গলির পূজামণ্ডপ, চট্টগ্রাম
৩ / ১২
টেরি বাজার পূজামণ্ডপের থিম শহরে এসেছে পূজা। টেরি বাজার পূজামণ্ডপ, চট্টগ্রাম
৪ / ১২
স্থাপন করা হচ্ছে প্রতিমা। টেরি বাজার পূজামণ্ডপ, চট্টগ্রাম
৫ / ১২
চেরাগী পাহাড় মোড় এলাকায় মণ্ডপের কাজ করছেন দুজন। চেরাগী পাহাড় পূজামণ্ডপ, চট্টগ্রাম
৬ / ১২
মণ্ডপ দেখতে ভিড় করছেন লোকজন। চেরাগী পাহাড় পূজামণ্ডপ, চট্টগ্রাম
৭ / ১২
আরতির বিভিন্ন চিত্র ফুটে উঠেছে নালাপাড়ার পূজামণ্ডপে। নালাপাড়ার পূজামণ্ডপ, চট্টগ্রাম
৮ / ১২
মণ্ডপের ওপরে করা একটি কারুকাজ। নালাপাড়ার পূজামণ্ডপ, চট্টগ্রাম
৯ / ১২
মণ্ডপের বাইরে দেয়ালে আঁকা একটি চিত্র। নালাপাড়ার পূজামণ্ডপ, চট্টগ্রাম
১০ / ১২
আগ্রাবাদ গোসাইলডাঙ্গা পূজামণ্ডপে বাঁশ দিয়ে তৈরি করা একটি শিল্পকর্ম। আগ্রাবাদ গোসাইলডাঙ্গা পূজা, চট্টগ্রাম
১১ / ১২
মণ্ডপ তৈরির কাজ করছেন একজন। আগ্রাবাদ গোসাইলডাঙ্গা পূজামণ্ডপ, চট্টগ্রাম
১২ / ১২
ঢোকার মুখে তৈরি করা বিশাল আকারের ফটক। আগ্রাবাদ গোসাইলডাঙ্গা পূজামণ্ডপ, চট্টগ্রাম