ঝরার আগে রঙিন পাতা
শীত মৌসুমে রাবারবাগানের গাছগুলো ধীরে ধীরে হারাচ্ছে সবুজ রং। পাতায় জমছে লালচে-হলদে আভা। বাতাসে দুলে দুলে এসব পাতা একসময় ঝরে পড়বে মাটিতে। মাঘের শেষ ভাগে পাতা ঝরে গেলে নতুন পাতা গজানোর মধ্য দিয়ে প্রকৃতিতে ফিরবে বসন্তের ছোঁয়া। শীতের এই সময় দূর থেকে গাছগুলোর দিকে তাকালে মনে হয়, রং লেগেছে। সিলেটের হিলুয়াছড়া রাবারবাগান থেকে ছবিগুলো তোলা:
১ / ৮
২ / ৮
৩ / ৮
৪ / ৮
৫ / ৮
৬ / ৮
৭ / ৮
৮ / ৮