গাঁদা ফুলের বাজার

শীতের ফুল গাঁদা। তবে সারা বছরই এ ফুলের দেখা মেলে। বিয়ে, জন্মদিনসহ বিভিন্ন উৎসবে গাঁদা ফুলের ব্যাপক চাহিদা থাকে। শীতের মৌসুমে চট্টগ্রামের পাইকারি বাজারে এ ফুলের জমজমাট কেনাবেচা হয়। দামও থাকে কম। ১ হাজার গাঁদা ফুল বিক্রি হয় ২৫০ থেকে ৩৫০ টাকায়।

১ / ১০
যশোরের বেনাপোল থেকে বাসে করে চট্টগ্রাম নগরের এ কে খান মোড়ে আনা হয় গাঁদা ফুল।
২ / ১০
ভোরে এ কে খান মোড়ে বাসগুলো থেকে ফুল নামানো হয়।
৩ / ১০
বাস থেকে নামানো ফুল সিএনজিচালিত অটোরিকশায় তোলা হচ্ছে।
৪ / ১০
নগরের কৈবল্য ধামের বাগান থেকে ফুল সংগ্রহ চলছে।
৫ / ১০
বিক্রির জন্য সেই ফুল দিয়ে তৈরি মালা সাজিয়ে রাখা হয়েছে।
৬ / ১০
কৈবল্য ধামে গাঁদা ফুলের চারা তৈরি হচ্ছে।
৭ / ১০
নগরের চেরাগী পাহাড় মোড়ে ফুলের পাইকারি বাজারে চলছে গাঁদা ফুলের বিকিকিনি।
৮ / ১০
কেনার জন্য ফুল দেখছেন এক নারী।
৯ / ১০
চেরাগী পাহাড় মোড়ে পাইকারি দোকানে বেচাকেনার ধুম।
১০ / ১০
চট্টগ্রামে বেশির ভাগ গাঁদা ফুল যশোর থেকে আসে।