পাহাড়ে ড্রাগন ফলের চাষ

জনপ্রিয় ফল ড্রাগন এখন বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে বান্দরবানের পাহাড়েও। জেলার কুহালংয়ের ভাঙ্গামুড়া এলাকায় এক একর পাহাড়ি জমিতে এ ফলের চাষ করেছেন প্রুনুমং মারমা। ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা এই বাগানে রয়েছে সাত হাজার ড্রাগনগাছ। প্রতি কেজি ড্রাগন বিক্রি হচ্ছে ২০০ টাকায়। ভাঙ্গামুড়ার ড্রাগন বাগান ঘুরে ছবিগুলো সম্প্রতি তোলা—

১ / ৮
সারি ধরে লাগানো ড্রাগনগাছে ফুল ফুটেছে
২ / ৮
এক একর জমিতে সারিবদ্ধভাবে লাগানো হয়েছে ড্রাগন ফলের গাছ
৩ / ৮
গাছ থেকে ড্রাগন ফল সংগ্রহ করছেন বাগানি প্রুনুমং মারমা
৪ / ৮
গাছ থেকে ফল কেটে ক্যারেটে সংগ্রহ করে রাখা হচ্ছে
৫ / ৮
ক্যারেট–ভরা ড্রাগন ফল নিয়ে যাচ্ছেন একজন
৬ / ৮
গাছ থেকে পেড়ে আনা ড্রাগন ফল স্তূপ করে রাখা হচ্ছে
৭ / ৮
বিক্রির আগে আকারভেদে পৃথক করা হয়েছে ড্রাগন ফল
৮ / ৮
গাছের ডালে ঝুলে আছে পাকা ড্রাগন ফল