পলো বাওয়া উৎসব

প্রতিবছরের মতো এবারও মাঘ মাসের প্রথম দিন সিলেটের বিশ্বনাথ উপজেলার গোয়াহরি বিলে ঘটা করে হয়ে গেল ‘পলো বাওয়া উৎসব’। গ্রামের সব বয়সী মানুষের একসঙ্গে মাছ ধরার এই উৎসব ২০০ বছরের বেশি সময় ধরে চলে আসছে। এবার মাঘের শীত উপেক্ষা করে পলো ও জাল হাতে গ্রামের ছোট-বড় সবাই নেমে পড়ে মাছ ধরতে। এ বছরের পলো বাওয়া উৎসব নিয়ে ছবির গল্প।

১ / ১০
পলো ও জাল হাতে বিলে আসছেন এলাকার মানুষজন
২ / ১০
বিলে হাঁটুপানিতে চলছে পলো দিয়ে মাছ শিকার
৩ / ১০
পলোতে আটকেছে মাছ
৪ / ১০
পলো দিয়ে মাছ ধরেছে শিশুটি
৫ / ১০
খানিক জিরিয়ে নিচ্ছেন তিনি
ANIS
৬ / ১০
এক হাতে শিকার করা মাছ, আরেক হাত দিয়ে চলছে পলো বাওয়া
ANIS
৭ / ১০
পলো ছাড়াও ঠেলা জাল দিয়ে মাছ শিকার করেন অনেকেই
ANIS
৮ / ১০
প্রবাসী স্বজনকে মুঠোফোনে ভিডিও কলে পলো বাওয়া উৎসব দেখাচ্ছেন এক নারী
ANIS
৯ / ১০
বিলের পাড়ে দাঁড়িয়ে পলো বাওয়া উৎসব দেখছেন নারীরা
১০ / ১০
কাঁধে পলো ও মাছ নিয়ে খুশিমনে বাড়ি ফিরছেন এক তরুণ