গরমে হাওরের পানিতে মহিষের পাল

প্রকৃতিতে বেড়েই চলেছে গরম। টানা কয়েক দিনের প্রখর রোদ আর অসহনীয় গরমে হাঁসফাঁস অবস্থা মানুষসহ প্রাণিকুলের। বৈশাখের প্রচণ্ড খরতাপ থেকে স্বস্তি পেতে হাওরের নিচু জায়গায় জমে থাকা পানিতে গা ডুবিয়ে আছে মহিষের পাল। তপ্ত দুপুরে পানিতে থাকা মহিষগুলোকে নাওয়াতে নেমেছেন মালিক নিজেই। গতকাল বুধবার দুপুরে সিলেট সদরের জিলকার হাওর থেকে তোলা। ছবি : আনিস মাহমুদ

১ / ১০
হাওরের নিচু জায়গার পানিতে ডুবে আছে হাঁপিয়ে ওঠা মহিষের পাল
২ / ১০
এভাবেই গা ডুবিয়ে শরীর জুড়িয়ে নিচ্ছে এরা
৩ / ১০
গরমে ঠান্ডা পানি পেয়ে মহিষদের আর পায় কে
৪ / ১০
হা করে আছে গরমে হাঁপিয়ে ওঠা মহিষ
৫ / ১০
পানিতে মাথা ডুবিয়ে নিচ্ছে এক মহিষ
৬ / ১০
ডুব দিয়ে ওঠার পর এবার কিছুটা স্বস্তিতে মহিষটি
৭ / ১০
মহিষদের গোসল করাতে নিজেও বুক পানিতে নেমেছেন মালিক
৮ / ১০
মহিষদের পাড়ের দিকে পাঠানোর চেষ্টা
৯ / ১০
গোসল শেষে পাড়ে উঠছে মহিষের দল
১০ / ১০
এবার ফেরার পালা