খুলনার ঐতিহ্যবাহী চড়কপূজা

সনাতন ধর্মাবলম্বীদের শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী চড়কপূজা ও মেলা। পূজার মূল আকর্ষণ চড়ক ঘুল্লি দেখতে হাজারো ভক্ত-দর্শনার্থী সমবেত হন। চৈত্রসংক্রান্তিতে খুলনার দাকোপ এলাকার বিভিন্ন স্থানে আয়োজন করা হয় এই পূজা। চড়কপূজাকে কেন্দ্র করে সনাতন ধর্মের মানুষেরা এই দিন বিভিন্ন আচার-অনুষ্ঠান পালন করেন। খুলনার দাকোপ থেকে গত শনিবার চড়কপূজার বিভিন্ন ছবি নিয়ে ছবির গল্প।

১ / ১৪
৩০ ফুট উচ্চতার একটি কাঠের দণ্ড, যার ওপর ঘুরবে চড়ক। দণ্ডটি দাঁড় করানোর আগে ভক্তির সঙ্গে ধুয়ে নেওয়া হচ্ছে।
২ / ১৪
মাটির কুমির তৈরি শেষে গায়ে বসানো হচ্ছে কাঁচা খেজুর।
৩ / ১৪
চড়কে বসানো হবে চরকির মতো আড়াআড়ি দুটি বাঁশের খণ্ড।
৪ / ১৪
ফসল, গরু ও চাষ নিয়ে একটি নাটক মঞ্চস্থ হয়। এই নাটকে দুজনকে গরু বানিয়ে ফসলের মাঠে চাষ করা দেখানো হয়।
৫ / ১৪
শিব ও দুর্গার সাজ।
৬ / ১৪
হনুমানের প্রতিকৃতি তৈরি করা হয় চড়কপূজার জন্য।
৭ / ১৪
নাটকে চাষের ধান ভক্তির সঙ্গে নতুন গামছায় তুলছেন এক ভক্ত।
৮ / ১৪
পুঁথিপাঠের মাধ্যমে চলতে থাকে চড়কপূজার আনুষ্ঠানিকতা।
৯ / ১৪
যুগ যুগ ধরে সংরক্ষিত পুঁথি। পোকায় কেটেছে কিছু অংশ।
১০ / ১৪
গোধূলিবেলায় শুরু হলো পাটারভাঙ্গা অনুষ্ঠান।
১১ / ১৪
বাঁশ দিয়ে ৩০-৪০ ফুট উঁচু কয়েক স্তরের একটি ‘তাড়া’ বানানো হয়েছে। সেখান থেকে ঝাঁপিয়ে পড়েন ‘সন্ন্যাসীরা’।
১২ / ১৪
ঢাক বাজানো চলছে শুরু থেকে।
১৩ / ১৪
দিনের শেষ আলোয় শুরু হয় চড়ক ঘুল্লি।
১৪ / ১৪
আলাদা তিনটি রশিতে ঝুলে তিনজন মানুষ ভনভন করে শূন্যে ঘুরছেন। রশিতে ঝোলানো বড়শিগুলো পিঠের চামড়া ছিদ্র করে ঢোকানো হয়েছে।