তিস্তার চরে শীতার্ত মানুষের জীবন

রংপুরে কয়েক দিন ধরে শীতের তীব্রতা বেড়েছে। দিনভর কুয়াশা আর হিমেল বাতাসে তিস্তা চরের মানুষেরা পড়েছেন বিপাকে। শীতের পোশাকের অভাবে এসব নিম্ন আয়ের মানুষেরা চরম কষ্টে দিন কাটাচ্ছেন। তবু শীত ও কুয়াশা উপেক্ষা করে চলছে তাঁদের জীবন। ছবিগুলো রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারি ও গজঘণ্টা এলাকা থেকে তোলা।

১ / ৯
তীব্র শীত আর কুয়াশার ভেতর চর পেরিয়ে শাক বিক্রি করতে বাজারে যাচ্ছেন তিনি
২ / ৯
শীতে কাতর মানুষ ও পশুপাখি; আগুনের আশ্রয় ছাড়া তাদের উপায় নেই
৩ / ৯
চরের জমিতে চাষ করা শাক নিয়ে বাড়ি ফিরছেন তাঁরা
৪ / ৯
কুয়াশায় ঢাকা সকালে আলুখেতে দলবেঁধে কাজ করছেন কৃষিশ্রমিকেরা
৫ / ৯
রোদ নেই, চরে বইছে হিমেল বাতাস। এমন ঠান্ডা উপেক্ষা করে জমিতে সার ছিটাচ্ছেন এই কিষানি
৬ / ৯
ঠান্ডায় হিম হওয়া জমির মাটিতে শস্য ফলানোর জন্য খালি পায়ে দাগ দিচ্ছেন এই চাষি
৭ / ৯
নদীর ধারে বোনা রসুনের খেতে তীব্র ঠান্ডার মধ্যে সার ছিটাচ্ছেন কৃষক
৮ / ৯
গায়ে শীতের চাদর জড়িয়ে নদীর ধারে ছাগলকে ঘাস খাওয়াতে নিয়ে এসেছেন এই নারী
৯ / ৯
জীবিকার তাগিদে নদীর মাঝখানে জাল ফেলে মাছ ধরছেন জেলেরা