শোলাকিয়া ঈদগাহ মাঠের প্রস্তুতি

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে দেশের সবচেয়ে বড় ঈদুল ফিতরের জামাত আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। আয়োজকদের প্রত্যাশা, দেশ-বিদেশ থেকে আসা লাখো মুসল্লির সমাগমে আবারও মুখর হবে ঐতিহ্যবাহী এই ঈদগাহ ময়দান। মাঠের আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চলছে ধোয়ামোছা করে রং করার কাজ। নিরাপত্তায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর সদস্যদের চলছে মহড়া। মাইকের সংযোগ, সিসিটিভি ক্যামেরা সংযোগ, বেষ্টনী তৈরিসহ শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ চলছে। বর্তমানে শোলাকিয়ার ৬ দশমিক ৬১ একর আয়তনের ঈদগাহের মূল মাঠে নামাজে প্রায় আড়াই শ কাতার থাকবে। প্রতিটি কাতারে ৬০০ থেকে ৭০০ জন মুসল্লি নামাজ আদায় করার সুযোগ পাবেন। মূল মাঠের চারপাশে আরও অনেক মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

১ / ১০
আগত মুসল্লিদের স্বাগত জানাতে গেট নির্মাণ।
২ / ১০
ঈদগাহ মাঠের পশ্চিম পাশে মূল প্রবেশদ্বার।
৩ / ১০
মাঠের উত্তর পাশে সীমানাপ্রাচীরে নামাজের কাতারে দাগ নম্বর লেখা হয়েছে।
৪ / ১০
মাঠের মধ্যে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শতবর্ষী রেইনট্রি।
৫ / ১০
নামাজের জন্য মাইকিংয়ের ব্যবস্থা করা হচ্ছে।
৬ / ১০
ঈদগাহ মাঠের মিম্বর। যেখানে ইমামসহ ভিআইপিরা নামাজ আদায় করেন।
৭ / ১০
মিম্বরের ওপরের অংশ, যেখান থেকে ইমাম খুতবা ও মোনাজাত পরিচালনা করেন।
৮ / ১০
মিম্বর থেকে মাঠের দিকে মাইক লাগিয়ে তা ঠিকঠাক আছে কি না, পরীক্ষা করে দেখা হচ্ছে।
৯ / ১০
মাঠের চারপাশে সৌন্দর্যবর্ধনের পাশাপাশি মাঠের মধ্যে থাকা রেইনট্রি গাছের গোড়ায়ও রঙের কাজ করা হচ্ছে।
১০ / ১০
ঈদগাহ মাঠের দক্ষিণ পাশ থেকে মিম্বরসহ দৃশ্য।