ঈদপোশাকের ফ্যাশন শো

এবারের ঈদে কোন ধরনের পোশাক নিয়ে আগ্রহ থাকছে বা ডিজাইনাররা কেমন পোশাক বাজারে আনছেন—ইতিমধ্যে এসবের খোঁজে নেমে পড়েছেন অনেকে। চট্টগ্রামের এমন ফ্যাশনপ্রেমী আর ফ্যাশন ডিজাইনার—দুই পক্ষকেই গত শুক্রবার সন্ধ্যায় পাওয়া গেছে এক ছাদের নিচে। একঝাঁক তরুণ ডিজাইনারকে নিয়ে নগরীর হোটেল রেডিসন ব্লুর মেজবান হলে অনুষ্ঠিত হয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল-প্রথম আলো ঈদফ্যাশন প্রতিযোগিতা। প্রতিযোগিতায় ৬টি বিভাগে ৩৮ জন ডিজাইনারের ২২৮টি পোশাক জমা পড়ে। এর মধ্যে প্রাথমিক বাছাই শেষে ৪২টি পোশাক চূড়ান্ত পর্বের জন্য বাছাই করা হয়। আলোঝলমলে মঞ্চে বাহারি এসব পোশাক পরে দ্যুতি ছড়ান মডেলরা।

১ / ২০
বাহারি লেহেঙ্গায় মঞ্চে জনপ্রিয় মডেল
২ / ২০
দর্শকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন তাসনিয়া ফারিণ
৩ / ২০
ক্যাটওয়াকে পোশাকের নকশা তুলে ধরছেন এক মডেল
৪ / ২০
পোশাকে সৃজনশীল নকশা তুলে ধরার চেষ্টা ছিল ডিজাইনারদের
৫ / ২০
কামিজ আর পাঞ্জাবিতে দুই মডেলের ক্যাটওয়াক
৬ / ২০
ছিল বর্ণিল পোশাকের প্রদর্শনী
৭ / ২০
পোশাকে নতুনত্ব আনার চেষ্টা ছিল চোখে পড়ার মতো
৮ / ২০
নৃত্য পরিবেশন করছেন শিল্পীরা
৯ / ২০
কাঞ্জিলাল লেহেঙ্গায় র‌্যাম্পে এক মডেল
১০ / ২০
বাহারি সব পোশাকে চলে ক্যাটওয়াক
১১ / ২০
কাঞ্জিলালের শাড়ি ও লেহেঙ্গার প্রদর্শনী ছিল চোখধাঁধানো
১২ / ২০
গান পরিবেশন করেন জনপ্রিয় অভিনেতা ও শিল্পী এরফান মৃধা
১৩ / ২০
সৃষ্টি কালচারাল একাডেমির নৃত্যশিল্পীদের পরিবেশনা
১৪ / ২০
নতুন নতুন ডিজাইনের শাড়ি পরে মঞ্চে মডেলরা
১৫ / ২০
সবুজ আলোর ঝলকানিতে সবুজ শাড়ি পরে ক্যাটওয়াক
১৬ / ২০
নারী দিবস পালন উপলক্ষে মুঠোফোনে আলো জ্বালান সবাই
১৭ / ২০
বাহারি পোশাকের সঙ্গে ছিল আলোকচ্ছটার বর্ণিল প্রদর্শনী
১৮ / ২০
আলোর ঝলকানিতে মোহনীয় কাঞ্জিলাল লেহেঙ্গা
১৯ / ২০
বাহারি শাড়ি ও লেহেঙ্গা পরে ক্যাটওয়াকে মডেলরা
২০ / ২০
অতিথিদের সঙ্গে বিজয়ীরা