ঐতিহ্যবাহী দাঁড়িয়াল নিশানের মেলা
কয়েক শ বছরের পুরোনো দাঁড়িয়াল নিশানের মেলা। বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের দাঁড়িয়াল গ্রামে প্রতিবছর জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় রোববার এ মেলা বসে। চলে সাত দিন। মেলায় হরেক রকমের পণ্য কেনাবেচা হয়। তবে এই মেলা ঘুড়ির জন্য প্রসিদ্ধ। তাই দাঁড়িয়ালের মেলা ‘ঘুড়ির মেলা’ নামেও পরিচিত। এ ছাড়া তৈজসপত্র, মিষ্টান্ন, খেলনা, পাখা, প্রসাধনীসহ নানান পণ্য বেচাকেনা হয় ঐতিহ্যবাহী এই গ্রামীণ মেলায়।
১ / ১১
২ / ১১
৩ / ১১
৪ / ১১
৫ / ১১
৬ / ১১
৭ / ১১
৮ / ১১
৯ / ১১
১০ / ১১
১১ / ১১