বর্ষার আকাশে মেঘের খেলা

এখন বর্ষাকাল। শ্রাবণের দিনগুলোয় ক্ষণে ক্ষণে রূপ বদলায় আকাশ। কখনো কালো মেঘের ঘনঘটা, কখনো আবার শুভ্র মেঘের খেলা। এ সময় মেঘের সঙ্গে সবুজ পাহাড়ের মিলনে দেখা যায় প্রকৃতির আরেক রূপ। মেঘ, পাহাড় আর আকাশের এই মিশেলে বিমোহিত হন না এমন মানুষ পাওয়া যেন দায়। সিলেট শহর ও কোম্পানীগঞ্জ উপজেলা থেকে সম্প্রতি ছবিগুলো তুলেছেন আনিস মাহমুদ।
১ / ১২
পাহাড়ের কোলে সাদা মেঘের আলিঙ্গন
২ / ১২
পাহাড়ের ওপর যেন মেঘের রাজত্ব
৩ / ১২
গ্রাম পেরোলেই পাহাড়ের সারি। দূর পাহাড়ের চূড়াগুলো মেঘের সঙ্গে মিশে একাকার হয়েছে
৪ / ১২
পাহাড়, আকাশ ও মেঘের মিলনে অপরূপ সাজে সেজেছে প্রকৃতি
৫ / ১২
সবুজ পাহাড়ের ওপর মেঘের দল
৬ / ১২
ভোলাগঞ্জ সেতু থেকে চেরাপুঞ্জির খাসিয়া-জৈন্তা পাহাড় দেখতে যেমন
৭ / ১২
শহরের নীল আকাশে মেঘের ভেলা
৮ / ১২
শ্রাবণের মেঘ দ্রুত রং বদলায়। সাদা মেঘে ধারণ করছে কালো বর্ণ
৯ / ১২
আকাশজুড়ে মেঘদল
১০ / ১২
মেঘের কত রূপ
১১ / ১২
গাছের ওপর দূর আকাশে টুকরা টুকরা মেঘ
১২ / ১২
পড়ন্ত বিকেলে মেঘে রঙের খেলা