ঢাকার ফুলবাজারে কিছুক্ষণ

দেশের বিভিন্ন জেলায় যেখানে ফুল চাষ হয়, সেখানে চাষিদের মাঠ থেকে ফুল তোলা পুরোদমে শুরু হয়নি। তাই পাইকারি ফুলবাজারেও ফুলের জোগান কম দেখা যায়। তাই ফুলের বাজারে প্রায় সব ফুলেরই দাম চড়া। পাইকারি বিক্রেতারা জানান, দুই সপ্তাহ লাগবে ফুলের জোগান বাড়তে, তখন ফুলের দাম কমতে শুরু করবে। আজ (শুক্রবার) সকালে রাজধানীর শাহবাগের ফুলবাজার থেকে ছবিগুলো তোলা।

১ / ৯
ক্রেতাদের গাঁদা ফুলের মালা দেখাচ্ছেন বিক্রেতারা।
২ / ৯
ভোর হতেই ফুল ক্রেতাদের আনাগোনায় মুখর হয়ে ওঠে ফুলবাজার।
৩ / ৯
গোলাপের আঁটি সাজাচ্ছেন একজন।
৪ / ৯
সড়কের পাশে বসে বিয়ের অনুষ্ঠানের মালা তৈরি করছেন এক নারী।
৫ / ৯
ফুল দেখছেন দুই ক্রেতা।
৬ / ৯
লাল গোলাপের আঁটি সাজাতে ব্যস্ত একজন।
৭ / ৯
সুই–সুতায় রজনীগন্ধার মালা গাঁথতে ব্যস্ত এক নারী।
৮ / ৯
ফুলের তোড়া তৈরিতে এই ফুলের প্রয়োজন হয়। ক্রেতার অপেক্ষায় এক বিক্রেতা।
৯ / ৯
গোলাপ ফুল কিনছেন একজন।