চৌবাচ্চা দখলে বাঘের লড়াই

গত কয়েক দিনের টানা দাবদাহে অতিষ্ঠ জনজীবন। গরমের তীব্রতায় মানুষের পাশাপাশি পশুপাখিদের ও হাঁসফাঁস অবস্থা। তাই গরম থেকে রেহাই পেতে জলে আশ্রয় নিচ্ছে চিড়িয়াখানার পশুপাখিরা। বাঘের খাঁচায় থাকা চৌবাচ্চায় দখল নিতে নিজেদের মধ্যে লড়াইয়ে মেতেছে বাঘগুলো। গরম থেকে একটু স্বস্তি পেতে কিছুক্ষণ পরপর পাইপে মুখ লাগিয়ে পানি খেতে দেখা যায় তাদের। রোদের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের লড়াই বেড়ে যায়। কিছুটা দুর্বল হওয়ার পর খাঁচার ভেতরে একটু বিশ্রাম নিয়ে আবার নেমে আসে চৌবাচ্চায়। এভাবে বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত চলতে থাকে এই দখলের লড়াই। গতকাল বুধবার চট্টগ্রাম চিড়িয়াখানায় ছবিগুলো তোলা।

১ / ১২
একটু পরপর পাইপ থেকে পানি খেতে আসে বাঘ
২ / ১২
দলবেঁধে চৌবাচ্চায় নেমেছে বাঘ
৩ / ১২
পানিতে মুখ ডুবিয়ে ঘা ঝাঁকিয়ে নিচ্ছে একটি বাঘ
৪ / ১২
থাবা দিয়ে একজনকে চৌবাচ্চার বাইরে ফেলে দেওয়ার চেষ্টা
৫ / ১২
পানিতে গা ভিজিয়ে দুজনের লড়াই দেখছে বাঘটি
৬ / ১২
চৌবাচ্চায় একসঙ্গে লড়াইয়ে মেতেছে তিনটি বাঘ
৭ / ১২
পেছনের দুই পা নিচে রেখে সামনের পা দিয়ে থাবা দেওয়ার চেষ্টা করছে বাঘগুলো
৮ / ১২
কামড়ে পানি ফেলে দেওয়ার চেষ্টা চলছে
৯ / ১২
চৌবাচ্চায় আসার চেষ্টা করলে বাধা দেওয়ার চেষ্টা করছে অন্য বাঘটি
১০ / ১২
দুজনের লড়াই উপভোগ করছে অন্য দুটি বাঘ
১১ / ১২
পানি দখলের জন্য প্রাণপণে লড়ে যাচ্ছে দুজন
১২ / ১২
পিটে ওপর ওঠে মাথায় কামড় বসাচ্ছে একটি বাঘ