ছবিতে বসন্তবৌরির জীবনচক্র

সচরাচর বসন্তে দেখা যায় বলে নামেও তা জায়গা করে নিয়েছে। মার্চ থেকে জুন বসন্তবৌরির প্রজননকাল। প্রজননের সময় নিজেরাই গাছের নরম বা পচা কাণ্ডে কোটর করে বাসা বানায়। এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত তোলা ছবিতে উঠে এসেছে বসন্তবৌরির জীবনচক্রের একটি অংশ। খুলনার গার্হস্থ্য অর্থনীতি কলেজ প্রাঙ্গণ থেকে ছবিগুলো তোলা।

১ / ১২
বাসা তৈরির খোঁজে বের হয়েছে বসন্তবৌরি।
২ / ১২
ঠিকঠাক একটি গাছ পেয়েছে বাসা তৈরির জন্য।
৩ / ১২
সঙ্গীকে জানাতে উড়াল।
৪ / ১২
শক্ত ঠোঁট দিয়ে বাসার জন্য কোটর খোঁড়া শুরু।
৫ / ১২
খুঁড়তে হবে অনেকটা। তাই পালাক্রমে কোটর খুঁড়ছে বসন্তবৌরি দম্পতি।
৬ / ১২
কোটর খোঁড়া শেষ।
৭ / ১২
কেমন বাসা হলো, তা দেখতে এসেছে কাঠশালিক।
৮ / ১২
বসন্তবৌরি দম্পতি তাদের নতুন বংশধরদের অপেক্ষায়।
৯ / ১২
ছানা ফুটেছে ডিম থেকে। ছানা একা থাকতে চায় না। তাই সারাক্ষণ ডাকতে থাকে। পালাক্রমে তাই বসন্তবৌরি দম্পতি ছানাকে সঙ্গ দেয়।
১০ / ১২
ছানাকে দুজনেই খাবার এনে খাওয়ায়। ছানাও বেশ শক্ত পোক্ত হয়ে উঠছে দিনে দিনে।
১১ / ১২
ছানা বড় হয়েছে, উড়তে শিখেছে। এবার বাসা ছেড়ে যাওয়ার পালা।
১২ / ১২
পরিত্যক্ত বসন্তবৌরির বাসায় কাঠঠোকরা দম্পতি এসেছে থাকতে।