তিস্তায় জালের সঙ্গে জাল বেঁধে মাছ ধরা
তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে। এই সুযোগে লালমনিরহাট থেকে ৩৭ জন জেলের একটি দল রংপুরে এসেছেন নদীতে মাছ ধরতে। তাঁরা তাঁদের জালের সঙ্গে থাকা বাঁশের লাঠিগুলো একটি আরেকটি জালের সঙ্গে বেঁধে বিশাল আকারের একটি জাল তৈরি করেন। এরপর গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে তাঁরা এই জাল নিয়ে নদীতে নামেন। মাছ ধরেন বিকেল পর্যন্ত। রংপুরের গঙ্গাচড়া উপজেলার ছালাপাক এলাকায় তিস্তা নদীতে মাছ ধরা নিয়ে এবারের ছবির গল্প।
১ / ৯
২ / ৯
৩ / ৯
৪ / ৯
৫ / ৯
৬ / ৯
৭ / ৯
৮ / ৯
৯ / ৯