গ্যাস–সংকটে মাটির চুলা তৈরির ধুম, বৈদ্যুতিক চুলা কেনার হিড়িক
একদিকে এলপি গ্যাসের সিলিন্ডার মিলছে না, অন্যদিকে পাইপলাইনের গ্যাসেও স্বল্পচাপ। এই দুই নিয়ে ভোগান্তিতে রয়েছেন রাজধানী ঢাকার বাসিন্দারা। কিন্তু রান্না তো করতেই হবে। তাই বিকল্প হিসেবে মাটির চুলা বেছে নিচ্ছেন কেউ, কেউ খুঁজে নিচ্ছেন বৈদ্যুতিক চুলা। গ্যাসের এই সংকটের সময় তাই মাটির চুলা তৈরি যেমন বেড়েছে, তেমনি দোকানে বেড়েছে বৈদ্যুতিক চুলার চাহিদা।
১ / ৯
২ / ৯
৩ / ৯
৪ / ৯
৫ / ৯
৬ / ৯
৭ / ৯
৮ / ৯
৯ / ৯