গ্যাস–সংকটে মাটির চুলা তৈরির ধুম, বৈদ্যুতিক চুলা কেনার হিড়িক

একদিকে এলপি গ্যাসের সিলিন্ডার মিলছে না, অন্যদিকে পাইপলাইনের গ্যাসেও স্বল্পচাপ। এই দুই নিয়ে ভোগান্তিতে রয়েছেন রাজধানী ঢাকার বাসিন্দারা। কিন্তু রান্না তো করতেই হবে। তাই বিকল্প হিসেবে মাটির চুলা বেছে নিচ্ছেন কেউ, কেউ খুঁজে নিচ্ছেন বৈদ্যুতিক চুলা। গ্যাসের এই সংকটের সময় তাই মাটির চুলা তৈরি যেমন বেড়েছে, তেমনি দোকানে বেড়েছে বৈদ্যুতিক চুলার চাহিদা।

১ / ৯
কামরাঙ্গীরচরে বুড়িগঙ্গা নদীর ধারে বসে মাটির চুলা বানাতে ব্যস্ত এক নারী।
২ / ৯
গ্যাস–সংকটের কারণে চাহিদা বেড়ে যাওয়ায় এখন কামরাঙ্গীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাটির চুলা বানানোর কাজে যুক্ত হয়েছেন আগের চেয়ে বেশি ব্যক্তি।
৩ / ৯
কামরাঙ্গীরচরে বুড়িগঙ্গা নদীর ধারে এই মাটির চুলা বানিয়ে সেখানেই রোদে শুকানো হয়, তারপর পাঠানো হয় বিক্রির জন্য।
৪ / ৯
কামরাঙ্গীরচরে বুড়িগঙ্গা নদীর ধারে মাটির চুলার কাঠামো বানাচ্ছেন এক নারী।
৫ / ৯
কামরাঙ্গীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে যাঁরা মাটির চুলা বানান, তাঁরা এখন আগের চেয়ে বেশি বানাচ্ছেন বলে জানালেন।
৬ / ৯
গ্যাস–সংকটের কারণে রান্নায় ভরসা হয়ে উঠছে বৈদ্যুতিক চুলা। তা কিনতে বায়তুল মোকাররম মসজিদ মার্কেটে এই নারী।
৭ / ৯
বায়তুল মোকাররম মসজিদ মার্কেটে বৈদ্যুতিক চুলা কেনার আগে জ্বালানোর প্রক্রিয়াগুলো দেখে নিচ্ছেন একজন।
৮ / ৯
বায়তুল মোকাররম মসজিদ মার্কেটে বিভিন্ন ধরনের বৈদ্যুতিক চুলা পাওয়া যায় ২ হাজার থেকে ১০ হাজার টাকায়।
৯ / ৯
গ্যাস–সংকটের কারণে বায়তুল মোকাররম মসজিদ মার্কেটের দোকানগুলোতে বৈদ্যুতিক চুলার বিক্রি বেড়েছে।