চট্টগ্রামে পরিবহন ধর্মঘটে ভোগান্তি

চট্টগ্রামে চার দাবিতে দিনভর ধর্মঘট করেছেন গণপরিবহনের মালিক ও শ্রমিকেরা। এ সময় চট্টগ্রাম নগর থেকে বিভিন্ন উপজেলা, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির উদ্দেশে ছেড়ে যায়নি কোনো বাস। এতে চরম ভোগান্তিতে পড়েন নগরের সাধারণ যাত্রীরা। গণপরিবহনের জন্য অপেক্ষা করতে দেখা যায় শত শত মানুষকে। দুর্ভোগের শিকার হন রোগী ও শিশুরা। পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে ধর্মঘট প্রত্যাহার করা হয়। আজ রোববার সকাল আটটায় নগরের অক্সিজেন ও শাহ আমানত সেতুর উত্তর পাড় এলাকা থেকে ছবিগুলো তোলা।

১ / ১১
কোনো গণপরিবহন নেই। একটি মাইক্রোবাস এলে হুমড়ি খেয়ে পড়েন যাত্রীরা।
২ / ১১
বাসের জন্য অপেক্ষা করছেন বয়স্ক এক নারী।
৩ / ১১
গাড়ির জন্য অপেক্ষা।
৪ / ১১
সড়কের পাশে পরিবহনশ্রমিকদের সমাবেশ।
৫ / ১১
বিআরটিসির একটি বাসে ওঠার জন্য যাত্রীদের হুড়োহুড়ি।
৬ / ১১
যানবাহন না পেয়ে অসহায়ভাবে দাঁড়িয়ে আছেন কয়েকজন।
৭ / ১১
গন্তব্যে যাওয়ার জন্য গাড়ি খুঁজছেন হাসপাতাল থেকে আসা এক রোগী।
৮ / ১১
মাথায় ও কাঁধে ভারী বোঝা নিয়ে যানবাহনের জন্য অপেক্ষা।
৯ / ১১
গরমে ঘুমিয়ে পড়েছে শিশুটি। তাকে কোলে নিয়ে পরিবহন খুঁজছেন বাবা।
১০ / ১১
বাস না পেয়ে পিকআপ ভ্যানে চড়ে যাত্রা করেন অনেকে।
১১ / ১১
হঠাৎ কোনো বাস পেলে সেটির ছাদেও চড়েন যাত্রীরা।