কুয়াশায় মোড়া শীতের নিঃশব্দ বিকেল

শীতের বিকেল মানেই চারদিকে ছড়িয়ে থাকা এক শান্ত, নরম আবেশ। কুয়াশার চাদরে ঢেকে যায় চেনা পথঘাট। এই বিকেলে সময় যেন কিছুটা ধীর হয়ে আসে। কেউ ধীর পায়ে বাড়ির পথে হাঁটেন, কেউবা দাঁড়ান নদীর ধারে। জেলেদের নৌকায় তখনো দিনের শেষ কাজের ব্যস্ততা। দিগন্তে ডুবতে থাকা সূর্যের আলো-আঁধারির খেলা। সিলেটের সদর উপজেলার ধোপাগুল ও বাউয়ারকান্দি গ্রামের শীতের বিকেলের এই মুহূর্তগুলো নিয়ে আজকের ছবির গল্প—

১ / ৯
কুয়াশামাখা বিকেলে কেউ সাইকেলে, কেউবা হেঁটে চলেছেন নিজের পথে।
২ / ৯
সিলেট শহরতলির চেঙ্গের খালের শান্ত পানিতে আলো-আঁধারির খেলা।
৩ / ৯
কুয়াশার চাদর ভেদ করে উড়ে যাচ্ছে সবুজ সুইচোরা পাখিটি।
৪ / ৯
নদের বুকে অলস ভেসে চলেছে নৌকা।
৫ / ৯
চাদর জড়িয়ে নদীর পাড়ে দাঁড়িয়ে এক ব্যক্তি।
৬ / ৯
জীবিকার টানে শীত উপেক্ষা করে নদীতে জাল ফেলেছেন এক জেলে।
৭ / ৯
কুয়াশা আর মেঘের ফাঁক গলে বেরিয়ে আসা আলোকচ্ছটায় বিকেলের আকাশ সেজেছে ভিন্ন রূপে।
৮ / ৯
গুল্মের চূড়া ছুঁয়ে বিদায় নিচ্ছে দিনের শেষ আলো।
৯ / ৯
হালকা ‍কুয়াশায় গাছগাছালির ফাঁক দিয়ে বিদায় নিচ্ছে অস্তমিত সূর্য।