প্রকৃতিতে হেমন্তের রূপ

প্রকৃতিতে এখন হেমন্তকাল। ঋতুবদলের সঙ্গে সঙ্গে বদলায় বাংলার প্রকৃতিও। ভিন্ন ভিন্ন সময়ে নিজের মতো করে রূপ ধারণ করে প্রকৃতি। কুয়াশামাখা পথঘাট আর পড়ন্ত বিকেলের সূর্যের আলোয় ধুলামাখা মেঠো পথ রাঙিয়ে দেয় হেমন্ত। হাওরপারে হেমন্তের বিকেলে আরও সুন্দর। হেমন্তের পড়ন্ত বিকেল প্রকৃতি সেজেছে নিজের রূপে। ছবিগুলো সিলেট সদরের বিভিন্ন এলাকা থেকে তোলা।

১ / ১০
পুটামারা খালের পানিতে শেওলা জমেছে। হেমন্তের বিকেলে নৌকা চালাচ্ছে এক শিশু
২ / ১০
কমেছে উফতার হাওরের পানি। নৌকা ঠেলে পাড়ে নিচ্ছে দুই শিশু
৩ / ১০
নন্দিরগাঁও এলাকায় কুয়াশাঢাকা মাঠে খেলায় মেতেছে দুরন্ত শিশুরা
৪ / ১০
বাউয়ারকান্দি হাওরে ভেসে বেড়াচ্ছে হাঁসের দল
৫ / ১০
নন্দিরগাঁও এলাকায় কুয়াশামাখা বিকেলে বিদায় নিচ্ছে সূর্য
৬ / ১০
বাইশটিলা এলাকায় বিকেলের মিষ্টি আলোয় মেঠো পথে টায়ার চালাচ্ছে এক শিশু
৭ / ১০
বাউয়ারকান্দি হাওরপারে পড়ন্ত বিকেলে মায়ের সঙ্গে বাড়ি ফিরছে দুই শিশু
৮ / ১০
বাউয়ারকান্দি হাওরপারে বিকেলে অবসর সময় কাটাচ্ছেন কয়েকজন
৯ / ১০
চামাউড়াকান্দি হাওর এলাকায় সন্ধ্যার আগমুহূর্তে কাজ শেষে বাড়ি ফিরছেন এক শ্রমিক
১০ / ১০
চেঙ্গেরখাল নদে সন্ধ্যায় নৌকায় করে মাছ ধরছেন এক ব্যক্তি